Logo
Logo
×

আন্তর্জাতিক

২৪ নভেম্বর সব পাকিস্তানিকে বেরিয়ে আসার আহ্বান ইমরান খানের

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ১৮ নভেম্বর ২০২৪, ০৭:৩৪ পিএম

২৪ নভেম্বর সব পাকিস্তানিকে বেরিয়ে আসার আহ্বান ইমরান খানের

২৪ নভেম্বর পাকিস্তানের সব নাগরিককে প্রতিবাদে অংশ নেওয়ার আহ্বান জানিয়েছেন পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) প্রতিষ্ঠাতা ইমরান খান।সোমবার আদিয়ালা কারাগারে তার সঙ্গে সাক্ষাতের পর এ তথ্য জানিয়েছেন বোন আলিমা খান।  

তিনি বলেন, ইমরান খান শুধু দলের লোকজনকেই নয়, সব পাকিস্তানিকে ২৪ নভেম্বর রাজপথে নেমে আসার আমন্ত্রণ জানিয়েছেন।

আদিয়ালা কারাগারের বাইরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে আলিমা খান আরও বলেন, ইমরান খান বলেছেন, গণমাধ্যম, বিচার বিভাগ এবং জনগণ গণতন্ত্রের তিনটি স্তম্ভ।কিন্তু এখন জনগণকে দাসে পরিণত করা হচ্ছে।

সব পাকিস্তানির প্রতি আহ্বান জানিয়ে ইমরান খান বলেছেন, ২৪ নভেম্বর আপনার সন্তানদের জন্য বেরিয়ে আসুন। প্রবাসী পাকিস্তানিদের জন্যও বিশেষ বার্তা রয়েছে যে, আপনারা যেখানেই থাকুন না কেন, ২৪ নভেম্বর পাকিস্তানের জন্য বের হয়ে আসুন এবং বলুন যে এই পদ্ধতি আর গ্রহণযোগ্য নয়।

প্রসঙ্গত, পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) প্রতিষ্ঠাতা ইমরান খান ২৪ নভেম্বর চূড়ান্ত বিক্ষোভের ডাক দিয়েছেন এবং সবাইকে ইসলামাবাদ যাওয়ার আহ্বান জানিয়েছেন।

ইমরান খান বলেছেন, ২৪ নভেম্বর বিক্ষোভের কেন্দ্রবিন্দু হবে ইসলামাবাদ। পাকিস্তান এবং বিশ্বজুড়ে প্রতিবাদ হবে, দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন শেষ হবে না।

এদিকে ইমরান খানের ডাকা বিক্ষোভ দমাতে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে ১৪৪ ধারা জারি করা হয়েছে।

অতিরিক্ত ডেপুটি কমিশনারের জারি করা ওই প্রজ্ঞাপনে বলা হয়, ইসলামাবাদে যে কোনও ধরনের ধর্মীয় ও রাজনৈতিক সমাবেশ নিষিদ্ধ করা হয়েছে।পাঁচ বা তার বেশি লোকের জমায়েত নিষিদ্ধ। 

জিও ও সামা টিভি উর্দূ 

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম