Logo
Logo
×

আন্তর্জাতিক

ইরানি সংসদ সদস্যের আহ্বান

ইরানকে শত্রুদের চেয়েও উন্নত-শক্তিশালী অস্ত্র সংগ্রহ করতে হবে

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১৮ নভেম্বর ২০২৪, ০৬:১২ পিএম

ইরানকে শত্রুদের চেয়েও উন্নত-শক্তিশালী অস্ত্র সংগ্রহ করতে হবে

মধ্যপ্রাচ্যের চলমান জটিল পরিস্থিতিতে ইরানের পারমাণবিক নীতিতে পরিবর্তন আনার আহ্বান জানিয়েছেন দেশটির সংসদ সদস্য মাহমুদ নাবাভিয়ান। 

তিনি বলেছেন, শত্রুদের প্রতিরোধ করার জন্য এবং দেশের নিরাপত্তা সুনিশ্চিত করার জন্য ইরানকে তার প্রতিরক্ষামূলক অবস্থান শক্তিশালী করতে হবে।

সোমবার তেহরানে দেশটির সংসদের একটি উন্মুক্ত অধিবেশনে বক্তব্যকালে তিনি এসব কথা বলেন।

তেহরান থেকে নির্বাচিত এই সংসদ সদস্য বলেন, ‘ইরানের নিরাপত্তাই আমাদের রেড লাইন। শত্রুদের অবশ্যই জানতে হবে যে, আমরা আমাদের জাতীয় নিরাপত্তা রক্ষার জন্য প্রয়োজনীয় যে কোনো অস্ত্র ব্যবহার করতে প্রস্তুত’।

কুরআনের নির্দেশনা ও প্রতিরক্ষা ক্ষমতা

মাহমুদ নাবাভিয়ান আরও বলেন, ‘পবিত্র কুরআন আমাদের আদেশ দিয়েছে, যতটা সম্ভব আমাদের শক্তি বৃদ্ধি করতে। এই শক্তি এমন হওয়া উচিত, যা আমাদের শত্রুদের মনে ভয় ‍সৃষ্টি করতে পারে এবং এটি একটি কার্যকর প্রতিরোধ ব্যবস্থা গড়ে তুলবে’।

তেহরানের এই সংসদ সদস্য বলেন, ইরানের শত্রুরা, বিশেষত যুক্তরাষ্ট্র এবং ইসরাইল ইরানের ওপর হামলার পরিকল্পনা করছে। তাই ইরানকে শত্রুদের বিরুদ্ধে প্রতিরোধমূলক সক্ষমতা তৈরি করতে হবে। 

তার মতে, কুরআনের নির্দেশনা অনুযায়ী, ইরানকে এমন অস্ত্র সংগ্রহ করতে হবে যা শত্রুদের তুলনায় আরও উন্নত এবং শক্তিশালী।

ইসরাইল ও যুক্তরাষ্ট্রের সঙ্গে উত্তেজনা বৃদ্ধি

সম্প্রতি ইরানের সঙ্গে ইসরাইল ও যুক্তরাষ্ট্রের উত্তেজনা ক্রমশ বৃদ্ধি পেয়েছে। ইসরাইল ইরানের সিরিয়াস্থ কূটনৈতিক মিশনে হামলা চালিয়েছে। লেবাননে ইরানি কমান্ডারদের লক্ষ্য করে অভিযান পরিচালনা করেছে এবং ইরানের অভ্যন্তরীণ প্রদেশে সরাসরি বিমান হামলা চালিয়েছে।

ইরান পাল্টা প্রতিক্রিয়ায় দুটি বড় সামরিক অভিযান পরিচালনা করেছে। যা ইসরাইলি বাহিনীর বিরুদ্ধে পরিচালিত হয়। ইরান ঘোষণা করেছে যে, তারা তাদের জাতীয় নিরাপত্তা এবং আঞ্চলিক অখণ্ডতা রক্ষার জন্য উপযুক্ত প্রতিশোধ নেওয়ার অধিকার রাখে।

পারমাণবিক অস্ত্র নিয়ে ইরানের অবস্থান

যদিও ইরান বারবার জোর দিয়ে বলেছে যে, তাদের পারমাণবিক কার্যক্রম সম্পূর্ণ বেসামরিক উদ্দেশ্যে পরিচালিত হয়। তবে মাহমুদ নাবাভিয়ান এই পরিস্থিতিতে নীতিগত পরিবর্তনের পক্ষে যুক্তি তুলে ধরেছেন। 

তিনি বলেন, ‘ইরানি জাতিকে এমন সব অস্ত্রে সজ্জিত হতে হবে, যা শত্রুদের চেয়েও আধুনিক এবং কার্যকর’।

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির একটি ফতোয়া রয়েছে, যা গণবিধ্বংসী অস্ত্রের মালিকানা এবং ব্যবহারের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে। এই ফতোয়া আন্তর্জাতিক মহলে ইরানের শান্তিপূর্ণ অবস্থানকে শক্তিশালী করেছে।

তবে সংসদ সদস্য নাবাভিয়ান বলেন, চলমান পরিস্থিতি ইরানকে তার প্রতিরক্ষা কৌশল পুনর্মূল্যায়নের দাবি করছে। শত্রুদের মোকাবিলায় শক্তিশালী প্রতিরোধ ব্যবস্থা গড়ে তোলাই ইরানের জন্য অপরিহার্য বলে উল্লেখ করেন তিনি। সূত্র: মেহের নিউজ এজেন্সি

ঘটনাপ্রবাহ: ইরান ইসরাইল সংঘাত


আরও পড়ুন

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম