Logo
Logo
×

আন্তর্জাতিক

জাবালিয়ায় ইসরাইলের ৩০ সেনা ও কর্মকর্তা নিহত

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১৮ নভেম্বর ২০২৪, ০৪:৪৮ পিএম

জাবালিয়ায় ইসরাইলের ৩০ সেনা ও কর্মকর্তা নিহত

অবরুদ্ধ গাজা উপত্যকার উত্তরের শহর জাবালিয়ায় শুরু হওয়া স্থল অভিযানে ইসরাইলি বাহিনী ৩০ জনেরও বেশি সেনা ও কর্মকর্তা হারিয়েছে।

সোমবার (১৮ নভেম্বর) ইসরাইলি সংবাদমাধ্যম চ্যানেল ১২ জানিয়েছে, গত ৫ অক্টোবর শুরু হওয়া এই অভিযানে ফিলিস্তিনি প্রতিরোধ যোদ্ধাদের সঙ্গে সংঘর্ষে ইসরাইলের এ হতাহতের ঘটনা ঘটেছে।

ইসরাইলি মিডিয়ার তথ্য অনুযায়ী, সর্বশেষ রোববার গাজার উত্তরাঞ্চলের বেইত লাহিয়ায় সংঘর্ষের সময় আরও দুই ইসরাইলি সেনার মৃত্যু নিশ্চিত করেছে ইসরাইলি প্রশাসন। এর মধ্যে একজন ছিলেন অফিসার। এ ঘটনায় আরও একজন সেনা গুরুতর আহত হয়েছেন।

ইসরাইলি সেনাবাহিনী গাজার উত্তরে তাদের এই তৃতীয় স্থল অভিযান চালিয়ে যাচ্ছে। যা গত বছরের ৭ অক্টোবর থেকে চলমান যুদ্ধের অংশ।

ইসরাইলি সংবাদমাধ্যম মারিভ জানিয়েছে, চলমান ৪০০ দিনের যুদ্ধে প্রায় দুটি ডিভিশনের সমান সেনা নিহত ও আহত হয়েছে।

সেনাবাহিনীর এই জনবলের সংকট এবং অন্যান্য সমস্যা নিয়ে সংবাদমাধ্যমটি ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর মন্ত্রিসভাকে দায়ী করেছে।

গাজার উত্তরে এই দীর্ঘস্থায়ী সংঘর্ষ ইসরাইলি এবং ফিলিস্তিনি উভয়ের জন্যই মানবিক সংকট এবং প্রাণহানির কারণ হয়ে দাঁড়িয়েছে। 

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত বছরের ৭ অক্টোবরের পর থেকে গাজায় শুরু হওয়া ইসরাইলি গণহত্যায় এ পর্যন্ত ৪৩,৮৪৬ জনের বেশি ফিলিস্তিনির প্রাণ কেড়ে নিয়েছে। যাদের মধ্যে অধিকাংশই নারী ও শিশু। এছাড়া ১,০৩,৭৪০ জনের বেশি মানুষ আহত হয়েছে। সূত্র: ইরনা

ঘটনাপ্রবাহ: হামাস ইসরাইল যুদ্ধ


আরও পড়ুন

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম