Logo
Logo
×

আন্তর্জাতিক

ইসরাইলের সঙ্গে মার্কিন যুদ্ধবিরতি চুক্তিতে আগ্রহী হিজবুল্লাহ

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১৮ নভেম্বর ২০২৪, ০৪:১০ পিএম

ইসরাইলের সঙ্গে মার্কিন যুদ্ধবিরতি চুক্তিতে আগ্রহী হিজবুল্লাহ

সংগৃহীত

ইসরাইলের সঙ্গে ধ্বংসাত্মক যুদ্ধের অবসান ঘটাতে আগ্রহী লেবাননের সশস্ত্র সংগঠন ও ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হিজবুল্লাহ। যুক্তরাষ্ট্র কর্তৃক প্রণীত যুদ্ধবিরতি প্রস্তাবে নিজেদের সম্মতির কথা জানিয়েছে হিজবুল্লাহর কর্মকর্তারা। রোববার কূটনৈতিক সূত্র এ তথ্য জানিয়েছে।

গত সপ্তাহে বৈরুতে ওয়াশিংটনের দেওয়া খসড়ার বিষয়ে কোনো সুস্পষ্ট চুক্তি না হলেও, আলোচনায় জড়িত সূত্রের মতে, হিজবুল্লাহ ‘ইতিবাচক ইঙ্গিত’ প্রদান করেছে। জানিয়েছে, তারা চুক্তির জন্য প্রস্তুত।

এদিকে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের একজন সিনিয়র মার্কিন সহকারী আমোস হোচস্টেইন আগামীতে লেবাননের প্রতিক্রিয়ার ভিত্তিতে বৈরুতে ভ্রমণের জন্য প্রস্তুত রয়েছেন বলে জানা গেছে। যা নিয়ে লেবাননের সরকারের পাশাপাশি হিজবুল্লাহর পক্ষে আলোচনা করছেন হিজবুল্লাহর ঘনিষ্ঠ মিত্র সংসদের স্পিকার নাবিহ বেরি।

তার দল জানিয়েছে, মার্কিন প্রস্তাবটি তারা পর্যবেক্ষণ করছে। সোমবার হিজবুল্লাহ এ ব্যাপারে আনুষ্ঠানিক মন্তব্য প্রকাশ করবে। এর ভিত্তিতে, হোচস্টেইন বৈরুত এবং সম্ভাব্য ইসরাইলে সফর করবে।

এদিকে গাজা ইস্যুতে মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনা নিয়ে গত সপ্তাহে ডোনাল্ড ট্রাম্প ও জো বাইডেনের মধ্যে কথা হয়েছে। যেখানে যত তাড়াতাড়ি সম্ভব যুদ্ধ শেষ করার কথা বলা হয়েছে। যে জন্য এখন যুদ্ধ বিরতি চুক্তির বিষয়ে জোর দেওয়া হচ্ছে।

ঘটনাপ্রবাহ: লেবানন ইসরাইল সংঘাত


আরও পড়ুন

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম