Logo
Logo
×

আন্তর্জাতিক

ইরানের নেতা খামেনির কোমায় থাকার গুঞ্জন

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১৮ নভেম্বর ২০২৪, ০১:৫৯ পিএম

ইরানের নেতা খামেনির কোমায় থাকার গুঞ্জন

সংগৃহীত

আন্তর্জাতিক একাধিক গণমাধ্যমের প্রতিবেদনে দাবি করা হয়েছে, ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি কোমায় রয়েছেন। উত্তরসূরি হিসেবে তিনি তার ছেলে মোজতবা খামেনিকে মনোনীত করেছেন। এমন গুঞ্জনের মধ্যে রোববার রাষ্ট্রদূতের সঙ্গে সাক্ষাৎ করার একটি পোস্ট করেছেন খামেনি।

নিউইয়র্ক টাইমস গত অক্টোবরে খামেনিকে গুরুতর অসুস্থ বলে একটি প্রতিবেদন করেন। এরপর বেশ কিছু মিডিয়া সম্প্রতি দাবি করে, ৮৫ বছর বয়সি খামেনি বর্তমানে কোমায় রয়েছেন। যে কারণে তিনি ৫৫ বছর বয়সি ছেলে মোজতবা খামেনিকে একটি গোপন বৈঠকে তার উত্তরসূরি হিসেবে মনোনীত করেছেন।

এমন গুঞ্জন যখন ডালপালা মেলতে শুরু করে তখন এক্সে খামেনি একটি পোস্ট দিয়েছেন। যেখানে লেবাননে ইরানের রাষ্ট্রদূত মোজতবা আমানির সঙ্গে তার অফিসে কথা বলতে দেখা গেছে।

যার ক্যাপশনে তিনি লিখেছেন, ‘ইসলামী বিপ্লবের নেতা আয়াতুল্লাহ খামেনি আজ দুপুরে লেবাননে ইসলামি প্রজাতন্ত্র ইরানের প্রবীণ রাষ্ট্রদূত জনাব মোজতাবা আমানির সাথে তার প্রতিদিনের বৈঠকের ফাঁকে দেখা ও কথা বলেছেন।’

এর আগে গত সেপ্টেম্বরে লেবাননে ইরান-সমর্থিত হিজবুল্লাহ গোষ্ঠীর ব্যবহৃত পেজার এবং ওয়াকি-টকি বিস্ফোরণে আহত প্রায় ৩ হাজার জনের মধ্যে আমানি ছিলেন। যেই হামলায় অন্তত ৩৯ জন নিহত হয়। যেই হামলার জন্য ইসরাইলকে দায়ী করে আসছে ইরান এবং হিজবুল্লাহ।

এদিকে গত মাসে ইসরাইলে ১৮০টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে ইরান। যা নিয়ে গত ৫ অক্টোবর বক্তৃতায় ইসরাইলের বিরুদ্ধে ফিলিস্তিন ও লেবাননের আন্দোলনকে সমর্থন জানিয়ে তিনি বলেন, ‘ইসরাইল আর বেশিদিন টিকবে না।’ সেই সঙ্গে ইসরাইলের ওপর ক্ষেপণাস্ত্র হামলাকে জনসেবা হিসেবে ন্যায্যাতা দেন খামেনি।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম