Logo
Logo
×

আন্তর্জাতিক

পাকিস্তানে সন্ত্রাসী হামলায় ২৫ সেনা হতাহত

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১৭ নভেম্বর ২০২৪, ০৫:১৪ পিএম

পাকিস্তানে সন্ত্রাসী হামলায় ২৫ সেনা হতাহত

পাকিস্তানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় বেলুচিস্তান প্রদেশে একটি আধাসামরিক চেকপয়েন্টে বন্দুকধারীদের হামলায় ৭ সেনা নিহত এবং ১৮ সেনা আহত হয়েছেন।

প্রাদেশিক পুলিশ কর্মকর্তা হাবিব-উর-রহমান শনিবার জানিয়েছেন, কোয়েটার প্রায় ১৫০ কিলোমিটার দক্ষিণে কালাত জেলার পাহাড়ি অঞ্চলে এই হামলার ঘটনা ঘটে। যা ভোরে শুরু হয়ে কয়েক ঘণ্টা ধরে চলতে থাকে।

আহত ১৮ সেনার মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর এবং তাদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ এই সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা জানিয়েছেন।

বেলুচ লিবারেশন আর্মি (বিএলএ) এই হামলার দায় স্বীকার করেছে। এক ইমেল বার্তায় তারা জানিয়েছে, তাদের সদস্যরা আধাসামরিক চেকপয়েন্টে এই হামলা চালিয়েছে।

সম্প্রতি এই গোষ্ঠীটি পাকিস্তানে তাদের কার্যক্রম বাড়িয়েছে। গত সপ্তাহে তারা একটি রেলওয়ে স্টেশনে আত্মঘাতী বোমা হামলা চালায়। যেখানে পাকিস্তানি সেনা সদস্যদের লক্ষ্যবস্তু করা হয়। এই হামলায় ২৭ জন নিহত হন, যাদের মধ্যে ১৯ জন সেনা সদস্য ছিলেন। তারা মূলত ছুটিতে বাড়ি ফেরার জন্য প্রস্তুতি নিচ্ছিলেন।

এছাড়া গত মাসে করাচি আন্তর্জাতিক বিমানবন্দরের বাইরে আরেকটি আত্মঘাতী বোমা হামলায় দুজন চীনা প্রকৌশলী নিহত হন।

বিএলএ এবং অন্যান্য গোষ্ঠী কয়েক দশক ধরে বেলুচিস্তান প্রদেশের প্রাকৃতিক ও খনিজ সম্পদে বৃহত্তর অংশীদারিত্বের দাবিতে লড়াই করছে। এই অঞ্চলটি চীন-পাকিস্তান অর্থনৈতিক করিডোর (CPEC)-এর অংশ হিসেবে গড়ে ওঠা গওয়াদর বন্দরের জন্য গুরুত্বপূর্ণ। যা চীনের বেল্ট অ্যান্ড রোড উদ্যোগের (BRI) ৬৫ বিলিয়ন ডলার বিনিয়োগের একটি অংশ। সূত্র: মেহের নিউজ এজেন্সি

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম