Logo
Logo
×

আন্তর্জাতিক

ইসরাইলি বিমান হামলায় আরও ৭২ ফিলিস্তিনি নিহত

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১৭ নভেম্বর ২০২৪, ০৫:০৩ পিএম

ইসরাইলি বিমান হামলায় আরও ৭২ ফিলিস্তিনি নিহত

অবরুদ্ধ গাজার উত্তরাঞ্চলীয় শহর বেইত লাহিয়াতে রোববার ইসরাইলি বিমান হামলায় আরও ৭২ জন ফিলিস্তিনি নিহত হয়েছে বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ।

গাজার সরকারি মিডিয়া অফিস জানিয়েছে, ইসরাইলি যুদ্ধবিমান সকাল সকাল বেইত লাহিয়ার কয়েকটি আবাসিক ভবন এবং বাড়ি লক্ষ্য করে হামলা চালিয়েছে।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, দখলদার বাহিনী জানতো যে এই ভবনগুলোতে কয়েক ডজন বাস্তুচ্যুত বেসামরিক মানুষ, মূলত নারী ও শিশুরা। যারা তাদের নিজ নিজ এলাকা থেকে পালিয়ে এসে এখানে আশ্রয় নিয়েছে।

গাজার মেডিকেল সূত্র জানায়, রোববার বেইত লাহিয়ার প্রজেক্ট এলাকায় একটি পাঁচতলা ভবন লক্ষ্য করে ইসরাইলি যুদ্ধবিমান হামলা চালায়। এতে প্রায় ৫০ জন নিহত এবং আরও অনেকে ধ্বংসস্তূপের নিচে আটকা পড়ে আছে।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, লক্ষ্যবস্তুতে পরিণত হওয়া ভবনটিতে ৭০ জনের বেশি বাস্তুচ্যুত মানুষ আশ্রয় নিয়েছিল।

এদিকে ওই এলাকার আরেকটি বাড়িতে ইসরাইলি হামলায় অন্তত ১৫ জন নিহত এবং আরও কয়েকজন আহত হয়েছেন। অন্য একটি বাড়িতে হামলায় আরও দুজন নিহত হয়েছে বলে জানিয়েছে একটি মেডিকেল সূত্র।

গত ৫ অক্টোবর থেকে ইসরাইল উত্তর গাজায় বড় ধরনের স্থল অভিযান শুরু করেছে। ইসরাইল বলছে, এই অভিযান হামাসকে পুনর্গঠনের সুযোগ থেকে বিরত রাখার জন্য চালানো হচ্ছে। 

তবে ফিলিস্তিনিরা অভিযোগ করছে যে, ইসরাইল এই এলাকাটি দখল করতে এবং এর বাসিন্দাদের জোরপূর্বক সরিয়ে দিতে চাচ্ছে। মূলত জাতিগত নির্মূলই তাদের প্রধান লক্ষ্য।

গত বছরের ৭ অক্টোবরের পর থেকে গাজায় শুরু হওয়া এই যুদ্ধ ইতোমধ্যেই ৪৩,৮৪৬ জনের বেশি মানুষের প্রাণ কেড়ে নিয়েছে। যাদের মধ্যে অধিকাংশই নারী ও শিশু। এছাড়া ১,০৩,৭৪০ জনের বেশি মানুষ আহত হয়েছে।

ইসরাইলের এই হত্যাযজ্ঞের জন্য আন্তর্জাতিক আদালতে গণহত্যার মামলা দায়ের চলমান। সূত্র: আনাদোলু এজেন্সি

ঘটনাপ্রবাহ: হামাস ইসরাইল যুদ্ধ


আরও পড়ুন

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম