ইসরাইলে ২৪ ঘণ্টায় ১৩৫ ক্ষেপণাস্ত্র-ড্রোন হামলা হিজবুল্লাহর
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ১৭ নভেম্বর ২০২৪, ০৪:৪৮ পিএম
লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ ইসরাইলের অধিকৃত ভূখণ্ডের বিভিন্ন স্থানে ১৩০টি রকেট ও ৫টি ড্রোন দিয়ে আক্রমণ চালিয়েছে বলে জানিয়েছে।
হিজবুল্লাহর বিবৃতির বরাতে আল জাজিরা জানিয়েছে, শনিবার সকাল থেকে উত্তরের দখলকৃত ভূখণ্ডে ১৩০টি রকেট এবং পাঁচটি ড্রোন উৎক্ষেপণ করা হয়েছে।
ইসরাইলি মিডিয়া জানিয়েছে, লেবানন থেকে দখলকৃত ইসরাইলি ভূখণ্ডে রকেট হামলার পর হাইফা এবং আক্রা শহরে জোরালো বিস্ফোরণ শোনা গেছে। এতে অন্তত ৬ জন আহত হয়েছেন।
এদিকে হাইফার বিস্ফোরণটি বিদ্যুৎ বিভ্রাট সৃষ্টি করে। ফলে শহরের কিছু অংশ অন্ধকারে ডুবে যায়।
ইসরাইলি চ্যানেল ১৪ জানিয়েছে, এই আক্রমণে হাইফা অঞ্চলের বেশ কিছু ভবন ও যানবাহনের ব্যাপক ক্ষতি হয়েছে।
অন্যদিকে হিজবুল্লাহ এক বিবৃতিতে জানিয়েছে, তাদের যোদ্ধারা শামা শহরের পূর্ব উপকণ্ঠে ইসরাইলি বাহিনীর একটি মারকাভা ট্যাংক লক্ষ্য করে গাইডেড মিসাইল দিয়ে আক্রমণ চালিয়েছে। যার ফলে ট্যাংকটি ধ্বংস হয়ে যায়।
এছাড়াও হিজবুল্লাহ ড্রোন ব্যবহার করে আল-আব্বাদ নামক স্থানে ইসরাইলি সেনাদের ওপর হামলা চালায়। যা সুনির্দিষ্টভাবে লক্ষ্যবস্তুতে আঘাত হানে।
পাশাপাশি হিজবুল্লাহর যোদ্ধারা দখলকৃত হাইফা এবং কারমেল অঞ্চলে কয়েকটি সামরিক ঘাঁটিতে রকেট হামলা চালিয়েছে।
ইসরাইল ২০২৩ সালের ৭ অক্টোবর গাজা অঞ্চলে যুদ্ধ শুরু করে। এর পর থেকেই হিজবুল্লাহ ইসরাইলি অঞ্চলগুলোতে একের পর এক হামলা চালাতে থাকে। পালটা হিসেবে ইসরাইলি বাহিনীও হামলা চালায় নেবাননে।
এতে এ পর্যন্ত ৩,৪৫২ জন লেবানিজ নিহত এবং ১৪,৬৬৪ জন আহত হয়েছে।