Logo
Logo
×

আন্তর্জাতিক

ইউক্রেনে দীর্ঘস্থায়ী শান্তির পথে একমাত্র বাধা রাশিয়া

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১৭ নভেম্বর ২০২৪, ০১:১৮ পিএম

ইউক্রেনে দীর্ঘস্থায়ী শান্তির পথে একমাত্র বাধা রাশিয়া

বিশ্বের সাত বৃহৎ অর্থনৈতিক দেশের জোট জি-৭। ছবি সংগৃহীত

ইউক্রেনে দীর্ঘস্থায়ী শান্তির পথে বাধা একমাত্র রাশিয়াকে বড় বাধা বলছে বিশ্বের সাত বৃহৎ অর্থনৈতিক দেশের জোট জি-৭। এই জোটের সদস্য দেশ হলো জাপান, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স, জার্মানি, কানাডা ও ইতালি। 

শনিবার (১৬ নভেম্বর) জোটের সদস্যরা এক যৌথ বিবৃতিতে জানিয়েছে, ইউক্রেনে সামরিক অভিযান অব্যাহত রাখার কারণে রাশিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞা ও রফতানি নিয়ন্ত্রণসহ আনুষঙ্গিক সব সিদ্ধান্ত বহাল থাকবে। ইউক্রেনের বিরুদ্ধে রুশ আগ্রাসনের হাজারতম দিন আসন্ন।যুদ্ধ বন্ধে ন্যায়সংগত ও দীর্ঘস্থায়ী শান্তির পথে একমাত্র বাধা কেবল রাশিয়া।

শনিবার এক প্রতিবেদনে এ খবর দিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।

জি-৭ জোটের ওই বিবৃতিতে অঙ্গীকার করে বলা হয়েছে, রুশ আগ্রাসন ঠেকাতে যতদিন প্রয়োজন ততদিন ইউক্রেনের প্রতি সমর্থন অব্যাহত রাখা হবে।

ইউক্রেনে রাশিয়ার আগ্রাসন এবং ইন্দো-প্রশান্ত মহাসাগরে চীনের সামরিক শক্তি বাড়ানো এসব নিয়ে বরাবরই উদ্বেগ প্রকাশ করে আসছে জি-৭।

নব নির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যেখানে ইউক্রেন যুদ্ধ বন্ধের ইঙ্গিত দিচ্ছেন, তখন জি-৭ নেতাদের এই প্রতিশ্রুতি ইউক্রেন সংঘাত আরো জটিল করে তুলতে পারে। একদিকে মস্কোর ওপর নিষেধাজ্ঞা ও অন্যদিকে কিয়েভকে সমর্থন অব্যাহত রাখার মাধ্যমে পুতিনকে চাপে রাখার চেষ্টা করা হচ্ছে। 

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম