
প্রিন্ট: ২৫ এপ্রিল ২০২৫, ০১:১২ পিএম
প্যারিসের একটি রেস্তোরাঁয় মালিকসহ জিম্মি ৫

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ১৬ নভেম্বর ২০২৪, ০৯:০৫ পিএম

আরও পড়ুন
ফ্রান্সের রাজধানী প্যারিসের উপকণ্ঠ ইসি-লে-মুলিনোতে একটি রেস্তোরাঁয় মালিক ও কর্মচারীসহ অন্তত পাঁচজনকে জিম্মি করে রাখা হয়েছে বলে জানিয়েছে দেশটির টিভি চ্যানেল বিএফএম।
প্রতিবেদন অনুযায়ী, ঘটনাস্থলটি ঘিরে রেখেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। পুলিশ বাহিনীর বহু সংখ্যক সদস্যকে মোতায়েন করা হয়েছে। প্যারিসের বিশেষ অপারেশন পুলিশ ইউনিট (BRI) এবং উদ্ধারকারী দলও ঘটনাস্থলে পৌঁছেছে।
এদিকে লে ফিগারো জানিয়েছে, এই জিম্মির ঘটনায় অভিযুক্ত ব্যক্তি আত্মহত্যার ইচ্ছা প্রকাশ করেছেন।
জানা গেছে, ঘটনার সময় রেস্তোরাঁটির ভেতরে শুধু কর্মচারীরাই ছিলেন; কোনো দর্শনার্থী সেখানে ছিলেন না। সূত্র: তাস