Logo
Logo
×

আন্তর্জাতিক

উত্তর প্রদেশে হাসপাতালে আগুন, ১০ শিশুর মৃত্যু

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৬ নভেম্বর ২০২৪, ০৯:২৭ এএম

উত্তর প্রদেশে হাসপাতালে আগুন, ১০ শিশুর মৃত্যু

ভারতের উত্তর প্রদেশের একটি মেডিকেল কলেজ হাসপাতালে শিশু ওয়ার্ডে আগুন লেগে অন্তত ১০ শিশুর মৃত্যু হয়েছে। এছাড়াও আহত হয়েছেন আরও ১৬ জন।

শুক্রবার রাতে রাজ্যের ঝাঁসি জেলায় মহারানি লক্ষ্মীবাঈ মেডিকেল কলেজে এই দুর্ঘটনা ঘটে। খবর হিন্দুস্তান টাইমস।

ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে মহারানি লক্ষ্মীবাই মেডিকেল কলেজের নবজাতকদের নিবিড় পরিচর্যা কেন্দ্রে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এসময় সেখানে ৫৪টি শিশু চিকিৎসাধীন ছিল। পরে ফায়ার সার্ভিসের সহায়তায় আটকে পড়া শিশু ও ডাক্তারদের উদ্ধার করা হয়। এরমধ্যে ৩৭ শিশুকে নিরাপদে উদ্ধার করা হয়। কয়েকজন আহত হয়ে হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন বলেও জানা গেছে।

এই অগ্নিকাণ্ডের বিষয়ে কানপুর জোনের এডিজি অলোক সিং বলেন, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে এই আগুন লেগেছে। মৃত শিশুরা সেই সময় ইনকিউবেটরে ছিল। ঘটনার সময় ৪৭ শিশু সেই ওয়ার্ডে ভর্তি ছিল।

অপরদিকে সোশ্যাল মিডিয়ায় দুর্ঘটনায় শিশুদের মৃত্যু অত্যন্ত দুঃখজনক ও হৃদয়বিদারক বার্তা লিখে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম