Logo
Logo
×

আন্তর্জাতিক

মাছ ‘হত্যা’র অভিযোগে যুবক গ্রেফতার

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১৫ নভেম্বর ২০২৪, ১০:৩১ পিএম

মাছ ‘হত্যা’র অভিযোগে যুবক গ্রেফতার

সোনালি মাহসীর প্রজাতির মাছ হত্যার অভিযোগে আসিফ রেজা খান নামে এক যুবককে গ্রেফতার করা হয়েছে এবং তার বিরুদ্ধে তদন্ত চলছে। 

গত ৯ নভেম্বর ঘটনাটি ঘটে ভারতের উত্তরাখণ্ডের চম্পাওয়াত বন বিভাগের বুম রেঞ্জ এলাকায়। 

এ ঘটনায় কালীগুন্ত পূর্ণগিরি এলাকার মহিলা মঙ্গল দলের (মহিলাদের একটি স্বেচ্ছাসেবক সংগঠন) পক্ষ থেকে থানায় অভিযোগ দায়ের করা হয়।

অভিযুক্ত আসিফ রেজা খান জয়পুরের বাসিন্দা বলে জানা গেছে। 

জানা যায়, সোনালি মাহসীর প্রজাতির এই মাছটি উত্তরাখণ্ডের রাজ্য মাছ হিসেবে সুরক্ষিত এবং রাজ্যের জলাশয়গুলোতে এটি পাওয়া যায়।

এদিকে এই ঘটনার জেরে স্থানীয় লোকজন ও সংরক্ষণবাদীরা ক্রুদ্ধ হয়ে ওঠেন। মাহসীর হত্যার ঘটনাকে তারা রাজ্যের পরিবেশ রক্ষায় বড় ধরনের আঘাত হিসেবে দেখছেন। সরকারি কর্মকর্তারা কড়া তদন্ত এবং উপযুক্ত শাস্তি দেওয়ার আশ্বাস দিয়েছেন।

তদন্তকারী কর্মকর্তা তনকপুরের উপ-বিভাগীয় ম্যাজিস্ট্রেট (এসডিএম) আকাশ জোশী জানান, ঘটনার একটি ভিডিও পাওয়া গেছে এবং এ বিষয়ে তদন্ত চলছে।

চম্পাওয়াতের এসপি অজয় গণপতি জানিয়েছেন, অভিযুক্ত আসিফ রেজা খান মাছ ধরার পারমিটের অপব্যবহার করেছেন। 

পারমিটের মাধ্যমে কালী নদীতে সোনালি মাহসীর মাছ ধরার অনুমতি থাকলেও এটি হত্যা সম্পূর্ণ নিষিদ্ধ।

ভারতের বন্যপ্রাণ সুরক্ষা আইনে বলা হয়েছে, অভিযুক্তের বিরুদ্ধে এই আইন অনুযায়ী মামলা দায়ের করা হতে পারে।

এছাড়া ভারতে পশুদের প্রতি নিষ্ঠুরতা রোধ আইনেও অভিযুক্তের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হতে পারে।

সোনালি মাহসীর মাছের গুরুত্ব

সোনালি মাহসীর (Golden Mahseer) উত্তরাখণ্ডের একটি সুরক্ষিত প্রজাতির মাছ। যা এই রাজ্যের নদী ও জলাশয়ে পাওয়া যায়। এটি একদিকে পরিবেশগত ভারসাম্য রক্ষা করে, অন্যদিকে স্থানীয় সম্প্রদায়ের অর্থনৈতিক ব্যবস্থার জন্য গুরুত্বপূর্ণ।

মাছটি আন্তর্জাতিক স্তরে ‘বিপন্ন’ (Endangered) হিসাবে শ্রেণিবদ্ধ। সূত্র: দ্য টেলিগ্রাফ

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম