শ্রীলংকার সংসদ নির্বাচনে দিশানায়েকের দলের নিরঙ্কুশ জয়
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ১৫ নভেম্বর ২০২৪, ০৩:০১ পিএম
শ্রীলংকায় আগাম সংসদ নির্বাচনে নিরঙ্কুশ জয় পেয়েছে বামপন্থি প্রেসিডেন্ট অনুরা কুমারা দিশানায়েকের নির্বাচনি জোট ন্যাশনাল পিপলস পাওয়ার (এনপিপি)। গত সেপ্টেম্বরে নতুন প্রেসিডেন্ট শপথ নেওয়ার মাত্র সাত সপ্তাহ পর বৃহস্পতিবার এই নির্বাচন অনুষ্ঠিত হয়।
শুক্রবার (১৫ নভেম্বর) দিশানায়েকের দলের জয়ের বিষয়টি নিশ্চিত করেছে ফরাসি বার্তা সংস্থা এএফপি।
সেপ্টেম্বরে জয়ের পর দারিদ্র্য দূরীকরণ এবং দুর্নীতির বিরুদ্ধে লড়াই করার নীতি অনুসরণ করার জন্য অধিকতর আইনী ক্ষমতা দিয়েছেন দিশানায়েকে। এর ফলে দেশটি আর্থিক মন্দা থেকে ঘুরে দাঁড়িয়েছে।
দশকের পর দশক ধরে পরিবারতন্ত্রের আধিপত্য চলছে শ্রীলংকার রাজনীতিতে। সেখানে অনেকটা ‘রাজনৈতিকভাবে বহিরাগত’ দিশানায়েক, সেপ্টেম্বরে দ্বীপরাষ্ট্রটির প্রেসিডেন্ট নির্বাচনে স্বাচ্ছন্দ্যে জয়লাভ করেন।
বৃহস্পতিবারের নির্বাচনে ২২৫ আসনের মধ্যে কমপক্ষে ১০৭ টি আসন জিতেছে দিশানায়েকের দল। এতে প্রায় ৬২ শতাংশ বা ৬.৮ মিলিয়ন ভোট পেয়েছে এনপিপি। এর ফলে, তারা পার্লামেন্টে সংখ্যাগরিষ্ঠতার সীমা অতিক্রম করেছে।
তবে স্থানীয় সংবাদমাধ্যমের ধারণা, আনুপাতিক আসন বণ্টন ব্যবস্থার অধীনে আরও আসন বন্টন হলে ২২৫ সদস্যের সংসদে এনপিপির আসনের সংখ্যা ১৫০ ছাড়িয়ে যাবে।