Logo
Logo
×

আন্তর্জাতিক

আত্মঘাতী হামলার ড্রোন উৎপাদন বাড়ানোর নির্দেশ কিমের

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৫ নভেম্বর ২০২৪, ০১:৪৭ পিএম

আত্মঘাতী হামলার ড্রোন উৎপাদন বাড়ানোর নির্দেশ কিমের

আত্মঘাতী হামলায় ব্যবহৃত ড্রোনের ব্যাপক উৎপাদনের নির্দেশ দিয়েছেন উত্তর কোরিয়ার নেতা কিম জং উন। তিনি এমন সময় এই নির্দেশ দিলেন যখন রাশিয়ার সঙ্গে উত্তর কোরিয়ার গভীরতর সামরিক সহযোগিতা নিয়ে উদ্বেগ বাড়ছে।

আত্মঘাতী ড্রোন হচ্ছে এমন ড্রোন যা বিস্ফোরকবাহী মানুষ ছাড়াই পরিচালিত মারণাস্ত্র যেটি শত্রুর টার্গেট ভেদ করতে পারে। গাইডেড মিসাইল হিসেবে কার্যকর। 

শুক্রবার (১৫ নভেম্বর) রাষ্ট্রীয় গণমাধ্যমে দেওয়া এক বক্তব্যে কিম নতুন নির্দেশনা দিয়েছেন। খবর এএফপির।

কিম ভূমি ও জলসীমা টার্গেট করে ড্রোনের পরীক্ষা নিরীক্ষা চালাচ্ছেন গত কিছুদিন ধরে। যেগুলো উত্তর কোরিয়ার এরিয়াল টেকনলজি কমপ্লেক্স উৎপাদন করছে।

পিয়ংইয়ং প্রথমবারের মতো আগস্টে আত্মঘাতী ড্রোন উন্মোচন করে। বিশেষজ্ঞরা বলছেন, এই সক্ষমতা সম্ভবত রাশিয়ার সঙ্গে উত্তর কোরিয়ার ক্রমবর্ধমান জোটের ফলস্বরূপ হতে পারে।

এই পারমাণবিক শক্তিধর দেশটি মস্কোর সঙ্গে একটি ঐতিহাসিক প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর করেছে এবং ইউক্রেনে রাশিয়ার যুদ্ধের সমর্থনে হাজার হাজার সেনা পাঠানোর জন্য অভিযুক্ত হচ্ছে, যার কারণে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট ইউন সুক ইয়োল রাশিয়া থেকে উত্তর কোরিয়ায় সংবেদনশীল সামরিক প্রযুক্তি স্থানান্তরের সম্ভাবনা নিয়ে সতর্ক করেছেন।

বৃহস্পতিবার কিম ড্রোনগুলোর পরীক্ষা পর্যবেক্ষণ করেন, যেগুলো ভূমি এবং সমুদ্রের লক্ষ্যবস্তুতে আঘাত হানার জন্য ডিজাইন করা হয়েছে। এই ড্রোন উত্তর কোরিয়ার আন্ডারম্যানড এয়ারিয়াল টেকনোলজি কমপ্লেক্স দ্বারা উৎপাদিত হয়েছে বলে কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সি জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, তিনি দ্রুত একটি উৎপাদন ব্যবস্থা গড়ে তোলার এবং পুরোপুরি মাস প্রোডাকশনে যাওয়ার প্রয়োজনীয়তার ওপর জোর দিয়েছেন।

এই অমানবিক ড্রোনগুলো বিস্ফোরক বহন করতে সক্ষম এবং শত্রুর লক্ষ্যবস্তুতে ইচ্ছাকৃতভাবে আছড়ে পড়ে, কার্যত এগুলো গাইডেড ক্ষেপণাস্ত্র হিসেবে কাজ করে।

বৃহস্পতিবারের পরীক্ষায় ড্রোনগুলো নির্ধারিত পথ অনুসরণ করে সঠিকভাবে লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে বলে কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সি জানিয়েছে।

এজেন্সিটি বলেছে, যে সুইসাইড আক্রমণ ড্রোনগুলো বিভিন্ন পাল্লায় ব্যবহার করা হবে, তা ভূমি ও সমুদ্রের শত্রু লক্ষ্যবস্তুতে সঠিকভাবে আঘাত হানার মিশন সম্পন্ন করবে।

কিম বলেন, ড্রোনগুলো ছিল একটি সহজভাবে ব্যবহারযোগ্য, আঘাত করার ক্ষমতার উপাদান। কারণ এগুলোর উৎপাদন খরচ তুলনামূলকভাবে কম এবং এদের বিস্তৃত ব্যবহারিক পরিসর রয়েছে।

তিনি আরও বলেন, উত্তর কোরিয়া সম্প্রতি অমানবিক প্রযুক্তি সিস্টেমে উন্নয়নকে গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচনা করেছে এবং এগুলোকে দেশের সামগ্রিক সামরিক কৌশলের সঙ্গে একীভূত করার ওপর গুরুত্ব দিয়েছে কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সি প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম