Logo
Logo
×

আন্তর্জাতিক

গাজায় ত্রাণ বহনকারী ট্রাকে ক্ষুধার্ত মানুষের হানা

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১৫ নভেম্বর ২০২৪, ১০:১৭ এএম

গাজায় ত্রাণ বহনকারী ট্রাকে ক্ষুধার্ত মানুষের হানা

জাতিসংঘ বলছে, মধ্য গাজায় ত্রাণ বহনকারী ২০ ট্রাকের এক বহরের মধ্যে ১৪ ট্রাকে আক্রমণ এবং ত্রাণ চুরির ঘটনা ঘটেছে। এতে অন্তত তিনজন চালক আহত হয়েছেন।

শুক্রবার (১৫ নভেম্বর) এক প্রতিবেদনে এ খবর দিয়েছে আল জাজিরা।

জাতিসংঘের মুখপাত্র স্টিফেন দুজারিক জানিয়েছেন, ত্রাণবাহী ট্রাকগুলো কিসুফিম সীমান্ত ক্রসিং দিয়ে দক্ষিণ গাজার খান ইউনিস দিয়ে প্রবেশ করছিল। কিন্তু দেইর এল-বালাহ এলাকার যাওয়ার আগে আক্রমণের মুখে পড়ে।  

তিনি বলেন, ‘হামলাটি আইন-শৃঙ্খলার বিপর্যয় এবং ফিলিস্তিনি যোদ্ধা ও ইসরাইলি বাহিনীর মধ্যে কোনো সংঘাত নয়’।

ডুজারিক বলেন, ‘গাজায় অব্যাহত মানবিক সংকট বৃদ্ধির কারণে কয়েক মাস ধরে আমরা গাজার ভেতরে এবং ভিতরে আরও স্থল পথ খোলার আহ্বান জানিয়ে আসছি।

‘কিন্তু আমাদের আরও প্রবেশাধিকার এবং নিরাপত্তা আশ্বাসের পাশাপাশি আরও সরবরাহ প্রয়োজন যাতে তারা দ্রুত গাজা জুড়ে বাস্ত্যচ্যুত সব মানুষের কাছে প্রয়ােজনীয় সহায়তা পৌঁছানাে যায়’।

জাতিসংঘের এই কর্মকর্তা আরো বলেন, ‘এটিও গুরুত্বপূর্ণ যে ইসরাইলি কর্তৃপক্ষ গাজা উপত্যকা জুড়ে সাহায্যকর্মীদের চলাচল এবং সরবরাহের সুবিধা প্রদান করবে’।

এই ধরনের ঘটনা সংঘাতপূর্ণ অঞ্চলে ত্রাণ সরবরাহকারী ট্রাকে আক্রমণ অস্বাভাবিক নয়। কারণ গাজার সবকিছু অবরুদ্ধ করে গত ১ বছরের বেশি সময় ধরে নৃশংস হামলা চালাচ্ছে ইসরাইলি বাহিনী।  এতে ভেঙে পড়েছে সেখানকার সব অবকাঠামো।  ত্রাণের জন্য মানুষের হাহাকার বাড়ছে।  মানুষ শরণার্থী শিবিরেও ইসরাইলি হামলার শিকার হচ্ছে।

জাতিসংঘ এবং অন্যান্য মানবিক সংস্থাগুলি বারবার দাবি জানিয়ে আসছে, গাজায় মানবিক সহায়তা বাড়াতে ইসরাইলকে আরো সীমান্ত ক্রসিং খুলে দিতে হবে।  একইসঙ্গে ত্রাণ বিতরণের জন্য নিরাপদ শর্ত এবং বেসামরিক এবং মানবিক কর্মীদের সুরক্ষাসহ আন্তর্জাতিক আইনের প্রতি শ্রদ্ধাশীল হওয়ার আহ্বান জানিয়েছে।

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্থনি ব্লিঙ্কেন এবং প্রতিরক্ষা সচিব লয়েড অস্টিন ১৩ অক্টোবরের চিঠিতে লিখেন, মার্কিন যুক্তরাষ্ট্র প্রতিদিন ৩৫০টি ত্রাণের ট্রাক গাজায় প্রবেশ দেখতে চায়। 

ইসরাইলি সামরিক সংস্থার মতে, অক্টোবরের শেষের দিকে এই বছরের অন্য যেকোনো মাসের তুলনায় কম ট্রাক গাজায় প্রবেশ করেছে। এতে জানা যায়, দৈনিক গড়ে ৫৭ ট্রাক প্রবেশ করেছে গাজায়।  যা একেবারেই অপ্রতুল। 

মার্কিন পররাষ্ট্র দফতরের মুখপাত্র বেদান্ত মুখপাত্র প্যাটেল জানিয়েছেন, নভেম্বর ১ থেকে ৯ নভেম্বর পর্যন্ত, মাত্র ৪০৪ ট্রাক গাজায় প্রবেশ করেছে।

জাতিসংঘ জানিয়েছে, বিশ্বের ক্ষুধার্ত মানুষের ৮০ শতাংশই গাজার বাসিন্দা। অক্টোবরে জাতিসংঘের খাদ্য অধিকার বিষয়ক বিশেষ প্রতিবেদক মাইকেল ফাখরি এ তথ্য জানিয়েছেন।

ঘটনাপ্রবাহ: হামাস ইসরাইল যুদ্ধ


আরও পড়ুন

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম