Logo
Logo
×

আন্তর্জাতিক

শিক্ষকভাতা বন্ধ

সঙ্কটের মুখে উত্তরপ্রদেশের আধুনিক মাদ্রাসা শিক্ষকরা

Icon

বিবিসি বাংলা

প্রকাশ: ১৩ নভেম্বর ২০২৪, ০৬:১৪ পিএম

সঙ্কটের মুখে উত্তরপ্রদেশের আধুনিক মাদ্রাসা শিক্ষকরা

ভারতের উত্তরপ্রদেশের মাদ্রাসাগুলোতে আধুনিক শিক্ষা প্রদানের জন্য নিযুক্ত শিক্ষকদের ভাতা গত কয়েক বছর ধরে আটকে রয়েছে। এ বাবদ অর্থের যে অংশ রাজ্য সরকারের দেওয়ার কথা, তাও বন্ধ করে দেওয়া হয়েছে।

এই তালিকা প্রায় ৭৪৪২টি মাদ্রাসা রয়েছে যেখানে সব মিলিয়ে ২২ হাজার শিক্ষক পড়াতেন।

পড়ুয়াদের ইংরেজি, অংক, বিজ্ঞান এবং হিন্দি পড়ানোর জন্য এই শিক্ষকদের নিয়োগ করা হয়েছিল। ১৯৯৩-৯৪ সালে এই প্রকল্প চালু করা হয়। ‘মাদ্রাসা আধুনিকীকরণ প্রকল্পে’ ব্যয়ের ৬০ শতাংশ দেওয়ার কথা কেন্দ্র সরকারের এবং বাকি ৪০ শতাংশ রাজ্য সরকারের দেওয়ার কথা।

আধুনিক শিক্ষার জন্য নিযুক্ত শিক্ষকদের ভাতার জন্য কেন্দ্র যে অর্থ দেয় তা ২০১৭ সাল থেকে আসা বন্ধ হয়ে গিয়েছে। আর রাজ্যের তরফে অর্থ আসছে না ২০২২-২০২৩ সাল থেকে।

এই পরিস্থিতিতে ভুক্তভোগী শিক্ষকদের পাশাপাশি সেখানকার পড়ুয়াদের ভবিষ্যৎও প্রশ্নের মুখে পড়েছে। ভাতা না পাওয়ার কারণে আধুনিক মাদ্রাসা প্রকল্পের আওতায় নিযুক্ত শিক্ষকরা সঙ্কটের মধ্যে রয়েছেন।

মাদ্রাসা শিক্ষকদের দাবি, অনেকেই ইতোমধ্যে শিক্ষকতা ছেড়ে অন্য কাজ করছেন।

পড়ুয়াদের ভবিষ্যতের কথা ভেবে কিছু মাদ্রাসা ব্যবস্থাপনা কমিটি নিজেরাই পথ খুঁজে বের করেছেন। শিক্ষকদের সামান্য কিছু অর্থ দিয়ে কোনোমতে কাজ চালাচ্ছেন। কিন্তু সেই অর্থের পরিমাণ এতটাই কম যে কেউই কাজ করতে রাজি নন।

ভুক্তভোগী শিক্ষকদের অনেকেই জানিয়েছেন তাদের বয়স পেরিয়ে গিয়েছে, এখন আর কিছু করার নেই।

ওই প্রকল্পের আওতায় মাদ্রাসায় আধুনিক শিক্ষা প্রদানের ব্যবস্থা করা হয়েছিল। উত্তরপ্রদেশের সংখ্যালঘু কল্যাণ মন্ত্রী ওমপ্রকাশ রাজভর বিবিসিকে জানিয়েছেন, রাজ্য সরকার এই সমস্যার সমাধানের জন্য কেন্দ্রের সঙ্গে ক্রমাগত আলাপ-আলোচনা করে চলেছে।

বাস্তব চিত্রটা ঠিক কী তা জানার জন্য পরিস্থিতি জানতে দেবীপাটন ডিভিশনের বেশ কয়েকটি মাদ্রাসায় গিয়েছিল বিবিসি। সেই সময় এমন অনেক শিক্ষকের সন্ধানও পাওয়া গেছে যারা শিক্ষকতা ছেড়ে অন্য কাজ করছেন।

নিগহত বানো, উত্তরপ্রদেশের গোণ্ডা জেলার বীরপুরের খুরশিদুল ইসলামিয়া মাদ্রাসায় পড়ান। পড়ুয়াদের ইংরেজি, হিন্দি, গণিত ও বিজ্ঞানে প্রাথমিক শিক্ষা দেওয়া তার দায়িত্ব। ২০১১ সাল থেকে তিনি মাদ্রাসায় শিক্ষকতা করছেন।

নিগহত বানো জানিয়েছেন তিনি গত আট বছর ধরে কেন্দ্র সরকারের কাছ থেকে সাম্মানিক (ভাতা) পাচ্ছেন না। দেড় বছর হলো রাজ্য সরকারের তরফেও সাম্মানিক দেওয়া বন্ধ করে দিয়েছে।

এই মাদ্রাসায় মুসলিম নন, এমন শিক্ষার্থীও রয়েছে। নিগহত বানো জানিয়েছেন, মাদ্রাসায় অন্য ধর্মের শিক্ষার্থীদের আরবি এবং উর্দু ক্লাসের সময় ইংরেজি এবং হিন্দিতে অতিরিক্ত শিক্ষা দেওয়া হয়।

গোণ্ডার বাসিন্দা রাবিয়া বানো কাটরা বাজারের মাদ্রাসা মকবুল মুসলিম আওয়ামী স্কুলের একজন আধুনিক শিক্ষক। তার ঝুলিতে স্নাতকোত্তর ডিগ্রী রয়েছে। গত ১২ বছর ধরে এই মাদ্রাসায় শিক্ষকতা করছেন তিনি।

রাবিয়া বানো বলেন, চাঁদা তুলে মাদ্রাসার তরফে মাসে হাজার থেকে এক-দুই হাজার টাকা দেয় বটে কিন্তু সেটা দিয়ে সংসার চলে না। এই কারণে মাদ্রাসা থেকে ছুটি পাওয়ার পর সেলাই ও এমব্রয়ডারির কাজ করি।

ইত্তেহাদুল মুসলিমিন মাদ্রাসায় ছাত্রদের পড়ান মুহাম্মদ উবায়েদ খান। তার শিক্ষাগত যোগ্যতা স্নাতকোত্তর। বিএডও করেছেন তিনি।

তিনি বলেন, এখন এই কাজ ছাড়া অন্য কিছু করতে পারব না। অবসর সময়ে টিউশন পড়াই, কিন্তু ধর্মের ভিত্তিতে সরকারের বৈষম্য করা উচিৎ নয়।মহারাষ্ট্র সরকার সাম্মানিকের পরিমাণ বাড়িয়েছে। এখানকার সরকারের উচিৎ অন্তত বকেয়া টাকা মিটিয়ে দেওয়া বা অন্য কোথাও সমন্বয় করা।

রাজ্য আধুনিক মাদ্রাসা শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক আফতাব আহমেদ আনসারির দাবি, সাম্মানিক না পেয়ে আর্থিক অবস্থার অবনতির কারণে অনেক শিক্ষক হতাশাগ্রস্ত হয়ে পড়েছেন। অনেকে অন্য কাজও শুরু করেছেন।

মন্ত্রী কী বলছেন?

উত্তরপ্রদেশের সংখ্যালঘু কল্যাণ মন্ত্রী ওমপ্রকাশ রাজভর মাদ্রাসাগুলোর বিরুদ্ধে কারচুপি ও অবৈধ কাজের অভিযোগ তুলেছেন এবং জানিয়েছেন প্রকল্পটি বন্ধ হয়ে যাওয়ার জন্য মাদ্রাসাগুলিই দায়ী।

ওমপ্রকাশ রাজভর বিবিসিকে জানিয়েছেন, কেন্দ্র সরকারের তদন্তের সময় বহু মাদ্রাসাতে অনিয়মের তথ্য প্রকাশ্যে এসেছে। ৫০০টিরও বেশি মাদ্রাসার স্বীকৃতি বাতিলের চিঠি দেওয়া হয়েছে।

তিনি আরও জানিয়েছেন, যারা মাদ্রাসা খুলেছে তারা ভুল করেছে। কেউ ভাড়া নিয়েছেন, ছাত্রদের সংখ্যা সঠিকভাবে জানায়নি, পরিবারের সদস্যদেরই শিক্ষক হিসাবে নিযুক্ত করেছে।

তিনি বলেছেন, কেন্দ্রীয় সরকার যখন অর্থ দেয়, তখন তদন্তও করে। সরকারের মনে হয়েছে পড়ুয়াদের বৃত্তি দেওয়া হচ্ছে, শিক্ষকদের সাম্মানিকও দেওয়া হচ্ছে এবং কারচুপিও চলছে! ৫১৩টি মাদ্রাসা নিজেরাই স্বীকৃতি বাতিল করার কথা বলেছে।

সংখ্যালঘু কল্যাণ মন্ত্রী জানিয়েছেন এর আগেও মাদ্রাসাগুলোর বিরুদ্ধে প্রশ্ন উঠেছে। চলতি বছরের আগস্ট মাসে প্রয়াগরাজের আতুরসুইয়ার একটি মাদ্রাসায় জাল নোট ছাপানোর অভিযোগ উঠেছিল। এই মামলায় অনেককে গ্রেফতারও করা হয়েছে।

তবে ওমপ্রকাশ রাজভর একথাও জানিয়েছেন যে, রাজ্য সরকার এই বকেয়া ভাতা সংক্রান্ত সমস্যার সমাধান খুঁজছে।

তার দাবি, মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ বহুবার এই বিষয়টি উত্থাপন করেছেন।

বিরোধীরা কী বলছে?

সংখ্যালঘু কল্যাণ মন্ত্রী এই অভিযোগের উত্তরে সমাজবাদী পার্টির মুখপাত্র ফখরুল হাসান চাঁদ জানিয়েছেন যদি অনিয়ম হয়ে থাকে তাহলে তার বিচারের জন্য সংবিধান রয়েছে। তবে সাম্মানিক বন্ধ করে দেওয়া ঠিক নয়।

তার মতে, সরকারের উচিত বকেয়া সাম্মানিক দিয়ে দেওয়া। ফখরুল হাসান চাঁদের অভিযোগ, সংখ্যালঘু কল্যাণ মন্ত্রী ওমপ্রকাশ রাজভর বিজেপির মতোই কথা বলছে।

এ বিষয়ে সরকারের সদিচ্ছা নিয়েও প্রশ্ন তোলেন তিনি। তিনি বলেন, সমাজবাদী পার্টি এই শিক্ষকদের পাশে রয়েছে।

রাজ্য কংগ্রেসের সাধারণ সম্পাদক অনিল যাদব বলছেন, গত কয়েক বছর ধরে আধুনিক মাদ্রাসা শিক্ষকরা সাম্মানিক পাচ্ছেন না।

তিনি বলেন, মাদ্রাসা বোর্ডকে অবৈধ ঘোষণা করার জন্য উত্তরপ্রদেশ সরকার ষড়যন্ত্র করছে। মুসলমানদের প্রতি বিজেপি সরকারের উদ্দেশ্য ভালো নয়। সংখ্যালঘু কল্যাণমন্ত্রী নিজেই মাদ্রাসাগুলোকে বদনাম করার চেষ্টা করছেন।

আধুনিক মাদ্রাসা শিক্ষক নিয়োগের প্রচলন শুরু হয় ১৯৯৩-৯৪ সালে। সাম্মানিক বন্ধ হওয়ার আগে কেন্দ্রীয় সরকার নিযুক্ত শিক্ষকদের যোগ্যতা অনুযায়ী ৬০০০-১২০০০ টাকা দিত এবং রাজ্য সরকারের তরফে দেওয়া হতো ২০০০-৩০০০ টাকা।

কেন্দ্রীয় সরকার ২০১৭ সাল পর্যন্ত সাম্মানিক দিলেও রাজ্য সরকার ২০২২-২০২৩ সাল পর্যন্ত তার নির্ধারিত অংশ দিয়েছে। কিন্তু তার পরে তা বন্ধ করে দেওয়া হয়।

রাজ্য সরকার জানিয়েছে, আধুনিক মাদ্রাসা শিক্ষকদের সাম্মানিকের জন্য অর্থ জোগাড় করার প্রতিনিয়ত প্রচেষ্টা চালানো হচ্ছে।

সংখ্যালঘু কল্যাণ প্রতিমন্ত্রী দানিশ আজাদ আনসারি ২২শে অক্টোবর মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকে একটি চিঠিতে সমস্ত সমস্যার কথা জানিয়ে এর সমাধান করার অনুরোধ জানিয়েছেন।

২০২৩ সালের ২৫ এপ্রিল মাসে তৎকালীন মন্ত্রী ধর্মপাল সিং কেন্দ্র সরকারকে চিঠি লিখে জানিয়েছিলেন যে রাজ্য তার বাজেটে বিধান করছে, কেন্দ্র সরকার যদি অর্থ দেয়, তাহলে এই শিক্ষকরা তাদের টাকা পেতে পারেন।

এর আগে ২০২১ সালে মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ তৎকালীন সংখ্যালঘু বিষয়ক মন্ত্রী মুখতার আব্বাস নকভিকে একটি চিঠিতে বকেয়া ৭৭,৭৫১ কোটি টাকা দেওয়ার কথা বলেছিলেন। একইসঙ্গে সাম্মানিকের জন্য কেন্দ্রের তরফে যে অংশ দেওয়ার কথা সেটা পাঠানোরও অনুরোধ জানান।

মুখ্যমন্ত্রীর এই চিঠির আগে,২০২০ সালে তৎকালীন বিভাগীয় মন্ত্রী নন্দগোপাল নন্দী এবং প্রিন্সিপাল সেক্রেটারিও এই বিষয়ে লিখিতভাবে কেন্দ্রকে জানিয়েছিলেন।

তৎকালীন কেন্দ্রীয় সংখ্যালঘু বিষয়ক মন্ত্রী মুখতার আব্বাস নকভি বিবিসিকে জানিয়েছেন, তিনি মন্ত্রী হওয়ার আগে থেকেই অর্থ বকেয়া ছিল। তিনি দায়িত্বে আসার পর রাজ্য সরকারকে কিছু বকেয়া দেওয়াও হয়েছিল।

রাজ্য মাদ্রাসা বোর্ডের প্রাক্তন চেয়ারম্যান ইফতিখার আহমেদ জাভেদ জানিয়েছেন, উত্তরপ্রদেশে প্রায় ২৫,৫২২টি মাদ্রাসা রয়েছে

এর মধ্যে ১৬ হাজার ৫১৩টি মাদ্রাসার স্বীকৃতি রয়েছে। ৮ হাজার ৪৪৯টির স্বীকৃতি নেই। এর মধ্যে ৫৬০টি মাদ্রাসা সরকারি সহায়তায় পরিচালিত হয়, যার সম্পূর্ণ ব্যয়ভার বহন করে সরকার। এর আওতায় থাকা ১০ হাজার ৫০০ কর্মী নিয়মিত বেতন পাচ্ছেন।

স্বীকৃত বা অস্বীকৃত মাদ্রাসাগুলো দান বা চাঁদার উপর নির্ভরশীল। স্বীকৃত মাদ্রাসাগুলির প্রতিটিতে তিনজন আধুনিক শিক্ষক রাখার বিধান রাখা হয়েছিল।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম