Logo
Logo
×

আন্তর্জাতিক

হিজবুল্লাহর পালটা আক্রমণে শতাধিক ইসরাইলি সেনা নিহত

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১৩ নভেম্বর ২০২৪, ০৫:৪৭ পিএম

হিজবুল্লাহর পালটা আক্রমণে শতাধিক ইসরাইলি সেনা নিহত

হিজবুল্লাহ জানিয়েছে, ইসরাইলি বাহিনীর বিরুদ্ধে চালানো তাদের পালটা আক্রমণে শতাধিক সেনা নিহত এবং ১,০০০ সেনা আহত হয়েছে। লেবাননে ইসরাইলি বাহিনীর চালানো স্থল আক্রমণের জবাবে হিজবুল্লাহ পালটা আক্রমণ হিসেবে এসব হামলা চালায়।

মঙ্গলবার (১২ নভেম্বর) গণমাধ্যমে প্রকাশিত হিজবুল্লাহর পৃথক বিবৃতিতে বলা হয়, হিজবুল্লাহর যোদ্ধারা ফিলিস্তিনের দখলকৃত অঞ্চলগুলোতে একাধিক অভিযান পরিচালনা করেছে। এর মধ্যে অধিকৃত উত্তরাঞ্চলীয় ইসরাইলি বসতি এলাকা, বিশেষ করে জাবাল আমিল অঞ্চলের আল-মালকিয়া গ্রামকে লক্ষ্য করে ভারি রকেট ও ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়।

হিজবুল্লাহর অপারেশন রুম জানায়, তাদের যোদ্ধারা ‘অপারেশন খায়বার’ সিরিজের অংশ হিসেবে ৭০টি সফল মিশন পরিচালনা করেছে।

লেবাননের সশস্ত্র বাহিনীটি আরও জানায়, তাদের ড্রোন ইসরাইলের টিবেরিয়াস উপজেলার একটি সামরিক ঘাঁটিতে আক্রমণ চালায়। যার ফলে ইসরাইলি সামরিক বাহিনীর মধ্যে ব্যাপক ক্ষয়ক্ষতি ও প্রাণহানি ঘটে।

হিজবুল্লাহ আরও জানায় যে, মিসাইল ও রকেট হামলার মাধ্যমে তারা ইসরাইলের মাআলত-তারশিহা, সাফেদ এবং হাইফা শহরকেও লক্ষ্যবস্তু করেছে। সূত্র: ইরনা

ঘটনাপ্রবাহ: লেবানন ইসরাইল সংঘাত


আরও পড়ুন

Jamuna Electronics

img img
Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম