Logo
Logo
×

আন্তর্জাতিক

ফার্স্ট লেডির সঙ্গে বৈঠকে অংশ নেবেন না মেলানিয়া

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১২ নভেম্বর ২০২৪, ০২:১৭ পিএম

ফার্স্ট লেডির সঙ্গে বৈঠকে অংশ নেবেন না মেলানিয়া

যুক্তরাষ্ট্রের ফার্স্ট লেডি জিল বাইডেনের সঙ্গে ঐতিহ্যবাহী হোয়াইট হাউস বৈঠকে উপস্থিত থাকবেন না নতুন ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প। 

জিল বাইডেন মেলানিয়া ট্রাম্পকে গত সপ্তাহে ঐতিহ্যগত আমন্ত্রণ পাঠান, ঠিক যেমন তার স্বামী বাইডেন নতুন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ওভাল অফিসে আমন্ত্রণ জানিয়েছিলেন। 

সূত্রের মতে, মেলানিয়া এবং জিল এখন পর্যন্ত কমলা হ্যারিসের পরাজয়ের পর একে অপরের সঙ্গে কথা বলেননি। তবে তাদের স্বামীদের মধ্যে ফোনালাপ হয়েছে।

ডেইলি মেইল একটি সূত্র থেকে নিশ্চিত হয়েছে যে, জিলের সঙ্গে বসবেন না মেলানিয়া ট্রাম্প এবং তারা এখনো কথা বলেননি।

ট্রাম্পের টিমের সদস্যদের মধ্যে আলোচনা ছিল মেলানিয়া ট্রাম্পকে ওয়াশিংটনে আসতে উৎসাহিত করার। কারণ তারা মনে করেছিলেন এটি গুরুত্বপূর্ণ। তবে, মেলানিয়া প্রথম নারী, যিনি তার প্রথম মেয়াদে এই ভূমিকাটি নতুনভাবে সংজ্ঞায়িত করেছিলেন, প্রাথমিকভাবে ইঙ্গিত দিচ্ছেন যে দ্বিতীয় মেয়াদে তিনি আরও বেশি স্বায়ত্তশাসন রাখবেন।

মেলানিয়া ট্রাম্প এবং জিল বাইডেনের মধ্যে সর্বশেষ দেখা হয়েছিল গত বছরের নভেম্বরে রোজালিন কার্টারের অন্ত্যেস্টিক্রিয়ায়। সেখানে সব সাবেক ফার্স্ট লেডি উপস্থিত ছিলেন।

চার বছর আগে, ডোনাল্ড ট্রাম্প জো বাইডেনের প্রতি অসম্মান দেখান, যখন বাইডেন তাকে পরাজিত করেছিলেন এবং ঐতিহ্যবাহী ওভাল অফিস বৈঠকে তাকে আমন্ত্রণ জানাননি। এমনকি ট্রানজিশন প্রক্রিয়া বিলম্বিত করেছিলেন। মেলানিয়া ট্রাম্পও তার স্বামীর পথ অনুসরণ করে জিল বাইডেনের সঙ্গে যোগাযোগ করেননি।

তবে বাইডেনরা প্রতিশ্রুতি দিয়েছেন, তারা ট্রাম্প প্রশাসনের প্রতি শান্তিপূর্ণ ও পরিপাটি ক্ষমতার হস্তান্তর করবেন।

জিল বাইডেনের অফিস থেকে জানানো হয়েছে, বাইডেনরা ট্রাম্প পরিবারকে অভিনন্দন জানিয়েছেন এবং হোয়াইট হাউসে একত্রিত হওয়ার জন্য যৌথ আমন্ত্রণ পাঠিয়েছেন।

ডোনাল্ড ট্রাম্প এবং জো বাইডেন বুধবার ওভাল অফিসে দেখা করবেন।

হোয়াইট হাউসের পক্ষ থেকে বলা হয়েছে, বাইডেন পরিবার ২০২৫ সালের জানুয়ারিতে ট্রাম্পের অভিষেক অনুষ্ঠানে অংশ নেবেন।

যুক্তরাষ্ট্রের বিদায়ী প্রেসিডেন্টের সঙ্গে নতুন প্রেসিডেন্টের সাক্ষাতের রীতি রয়েছে। রীতি অনুযায়ী ট্রাম্পকে হোয়াইট হাউসে আমন্ত্রণ জানিয়েছেন বাইডেন। তবে ২০২০ সালের নির্বাচনে এই রীতির ব্যাত্যয় ঘটেছিল। তখন নির্বাচনে বাইডেনের কাছে হেরে যাওয়ার পর ট্রাম্প এ ধরনের বৈঠকের আয়োজন করেননি।

এর আগে বারাক ওবামা ২০০৮ সালে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচিত হন। তৎকালীন রিপাবলিকান পার্টির প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ ওভাল অফিসে ওবামাকে আমন্ত্রণ জানিয়েছিলেন। তারা অর্থনীতি ও নিরাপত্তা ইস্যু নিয়ে আলোচনা করেন। তখন ওবামার স্ত্রী মিশেল ওবামাও হোয়াইট হাউসে গিয়েছিলেন।

তথ্যসূত্র: এনডিটিভি।

ঘটনাপ্রবাহ: মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন ২০২৪


আরও পড়ুন

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম