গাজায় সংঘর্ষে ইসরাইলি সেনা কর্মকর্তা নিহত
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ১১ নভেম্বর ২০২৪, ১০:৫১ পিএম
ইসরাইলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) সোমবার জানিয়েছে, গাজা উপত্যকার উত্তরে হামাসের সঙ্গে সংঘর্ষে তাদের একজন কর্মকর্তা নিহত হয়েছেন।
নিহত অফিসারের নাম মেজর (রিজার্ভ) ইতামার লেভিন ফ্রিডম্যান। তার বয়স ৩৪ বছর এবং তিনি ইলাতের বাসিন্দা ছিলেন।
ফ্রিডম্যান আইডিএফের এলিট লোটার ইলাত ইউনিটের একজন টিম কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
উত্তর গাজায় চলমান সংঘর্ষে ফ্রিডম্যানের মৃত্যু ঘটে। এই অঞ্চলে ইসরাইলি বাহিনী এবং স্থানীয় (হামাস) প্রতিরোধ যোদ্ধাদের মধ্যে তীব্র সংঘর্ষ চলছে। যা ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে শুরু হওয়া যুদ্ধের একটি সাম্প্রতিক অংশ।
২০২৩ সালের ৭ অক্টোবর থেকে ইসরাইলি বাহিনী গাজা উপত্যকার বিভিন্ন স্থানে আক্রমণ চালাচ্ছে। যার ফলে অনেক নিরপরাধ সাধারণ মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছেন।
মূলত পুরো গাজা ফিলিস্তিনিমুক্ত ও হামাসকে নির্মূল করতে ইসরাইলি প্রতিরক্ষা বাহিনী- আইডিএফ নিয়মিতভাবেই হামলা চালাচ্ছে এবং বিভিন্ন অপারেশন পরিচালনা করছে। তবে হামাসসহ স্থানীয় প্রতিরোধ যোদ্ধারা গাজা উপত্যকায় প্রবল প্রতিরোধ গড়ে তুলছে।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের মতে, অব্যাহত ইসরাইলি হামলায় এখন পর্যন্ত ৪৩,৬০৩ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। যার মধ্যে বেশিরভাগই নারী ও শিশু। এছাড়াও আহত হয়েছেন প্রায় ১,০২,৯২৯ জন। সূত্র: টাইমস অব ইসরাইল