Logo
Logo
×

আন্তর্জাতিক

ইমরান খানের দলের সমাবেশে যুক্তরাষ্ট্রের পতাকা!

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ১১ নভেম্বর ২০২৪, ০৬:০০ পিএম

পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) সমাবেশে যুক্তরাষ্ট্রের পতাকা উত্তোলন নিয়ে তোলপাড় শুরু হয়েছে।

জিও নিউজের খবরে বলা হয়, দেশটির সোয়াবিতে পিটিআইয়ের সমাবেশে এক কর্মী যুক্তরাষ্ট্রের পতাকা নাড়াতে শুরু করেন, তখন আশেপাশের কর্মীরা তাকে বাধা দেয় এবং পতাকাটি নামানোর আহ্বান জানায়।

কিন্তু ওই পিটিআই কর্মী হাতে পতাকা নিয়ে দাঁড়িয়ে তা নাড়াতে থাকেন।পরে আশপাশের কর্মীরা তার কাছ থেকে যুক্তরাষ্ট্রের পতাকা টেনে নেয়।এ সময় পতাকা টানতে গেলে ধস্তাধস্তি হয়। 

পিটিআইয়ের সমাবেশে যুক্তরাষ্ট্রের পতাকা ওড়ানোর ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি হয়। সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারকারীরা এ ঘটনায় মিশ্র প্রতিক্রিয়া প্রকাশ করছেন।

এদিকে সোয়াবি সমাবেশে মার্কিন পতাকা উত্তোলনকারী ব্যক্তির বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই)।

খাইবার পাখতুনখোয়ার তথ্য উপদেষ্টা ব্যারিস্টার মুহাম্মদ আলী সাইফ জিও নিউজকে বলেছেন, পিটিআই সোয়াবি সমাবেশে মার্কিন পতাকা উত্তোলন প্রত্যাখ্যান করেছে এবং এটির সঙ্গে দলের কোনো সম্পর্ক নাই। সমাবেশে যারা যুক্তরাষ্ট্রের পতাকা উত্তোলন করেছে তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। 

প্রসঙ্গত, ইমরান খানকে ক্ষমতাচ্যুত করার পেছনে মার্কিন কূটনীতিক ডোনাল্ড লুর জড়িত থাকার কথা শুরু থেকেই অভিযোগ করছে তার দল। 

গত বছরের আগস্ট থেকে আদিয়ালা কারাগারে বন্দি ইমরান অভিযোগ করেন, ২০২২ সালে তাকে ক্ষমতাচ্যুত করার পেছনে যুক্তরাষ্ট্র রয়েছে।

Jamuna Electronics
wholesaleclub

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম