৪০ ফিলিস্তিনিকে হত্যা, পেজার আক্রমণের কথা স্বীকার করল নেতানিয়াহু
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ১১ নভেম্বর ২০২৪, ০৪:০৭ পিএম
ছবি: সংগৃহীত
গাজায় হামলা চালিয়ে রোববার ৪০ ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরাইল। এর আগে গত ১৭ ও ১৮ সেপ্টেম্বর লেবাননে হিজবুল্লাহর ঘাঁটিতে পেজার আক্রমণ চালায় ইসরাইল। যে হামলার বিষয়টি স্বীকার করেছেন ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।
ফিলিস্তিনি স্বাস্থ্য কর্মকর্তারা ও মানবাধিকার গোষ্ঠীগুলো জানিয়েছে, ইসরাইলি হামলায় অন্তত ৪০ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এদের মধ্যে উত্তরাঞ্চলীয় শহর জাবালিয়ার একটি আবাসিক ভবনের দুই ডজন বাসিন্দাও রয়েছেন।
গাজার মানবাধিকার গোষ্ঠী প্যালেস্টাইনিয়ান সেন্টার ফর হিউম্যান রাইটস (পিসিএইচআর) জানিয়েছে, ভোরে জাবালিয়ার তিনতলা একটি ভবন ইসরাইলি হামলায় ধ্বংস হলে সেখানে অন্তত ২৪ জন নিহত হন। এ সময় আশপাশের বাড়িগুলোর আরও অন্তত ৩০ জন আহত হন।
সামাজিক মাধ্যমে ছড়াতে থাকা ভিডিও ফুটেজে দেখা গেছে, জাবালিয়ার কাছে একটি হাসপাতালের সামনে সারি দিয়ে প্রায় এক ডজন মৃতদেহ কম্বল দিয়ে ঢেকে রাখা হয়েছে। তবে এসব ভিডিও রয়টার্স তাৎক্ষণিকভাবে যাচাই করতে পারেনি।
হামলার বিষয়ে ইসরাইলি সামরিক বাহিনী বলেছে, তারা জাবালিয়ার একটি স্থানে আঘাত হেনেছে সেখান থেকে ‘সন্ত্রাসীরা তৎপরতা চালাচ্ছিল’।
এদিকে রোববার নেতানিয়াহু নিশ্চিত করেছেন যে তিনি লেবাননে পেজার অপারেশনকে সবুজ সংকেত দিয়েছিলেন। তার মুখপাত্র ওমের দস্তরি বার্তা সংস্থা এএফপিকে জানিয়েছেন।
গত ১৭ ও ১৮ সেপ্টেম্বর হিজবুল্লাহর শক্তিশালী ঘাঁটিতে হাজার হাজার পেজার বিস্ফোরণ ঘটায় ইসরাইল। যেই হামলার জন্য ইরান এবং হিজবুল্লাহ এতদিন ইসরাইলকে দায়ী করে আসছিল। যা এবার স্বীকার করেছেন নেতানিয়াহু। ওই হামলায় ৪০ জন নিহত হন। এবং আহত হন অন্তত তিন হাজার। আহতদের কেউ কেউ তাদের আঙুল হারিয়েছেন, আবার কেউ কেউ দৃষ্টিশক্তি হারিয়েছেন বলে জানা গেছে।