Logo
Logo
×

আন্তর্জাতিক

দুই ব্যবসায়ী প্রত্যর্পণ

বাংলাদেশের আবেদনের ব্যাখ্যা চায় মালয়েশিয়া

Icon

মালয়েশিয়া প্রতিনিধি

প্রকাশ: ১০ নভেম্বর ২০২৪, ০৯:২৪ পিএম

বাংলাদেশের আবেদনের ব্যাখ্যা চায় মালয়েশিয়া

মানবপাচারে জড়িত দুই ব্যবসায়ীকে বাংলাদেশে ফেরত পাঠাতে বাংলাদেশের করা অনুরোধের ব্যাখ্যা জানতে চেয়েছে মালয়েশিয়া। রোববার এক অনুষ্ঠানে মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী সাইফুদ্দিন নাসুশন এ ব্যাখ্যা জানতে চান।  

ফ্রি মালয়েশিয়া টুডের এক প্রতিবেদনে বলা হয়, স্বরাষ্ট্রমন্ত্রী সাইফুদ্দিন নাসুশন বলেছেন, বেস্টিনেট এসডিএন বিএইচডির প্রতিষ্ঠাতা আমিনুল ইসলাম এবং তার সহযোগী রুহুল আমিনকে প্রত্যর্পণের অনুরোধের যে উদ্দেশ্য বাংলাদেশের পক্ষ থেকে স্পষ্ট করতে হবে। 

তিনি বলেন, ‘আমিনুল ও রুহুলকে কি শুধু তদন্তের অংশ হিসাবে জিজ্ঞাসাবাদ করা হবে, নাকি তাদের আদালতে অভিযুক্ত করা হবে-বাংলাদেশের সেটা পরিষ্কার করা উচিত।’ প্রত্যর্পণে বাংলাদেশের অনুরোধে উদ্দেশ্য প্রকাশ পায়নি বলেও তিনি জানান। যদি বাংলাদেশের উদ্দেশ্য হয় তদন্ত করা, তাহলে তাদের উচিত পারস্পরিক আইনি সহায়তার চ্যানেল ব্যবহার করা। আর যদি উদ্দেশ্য হয় এই ব্যক্তিদের আদালতে অভিযুক্ত করা, তাহলে তাদের বলা উচিত এটাই প্রত্যর্পণের উদ্দেশ্য।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বাংলাদেশ যদি তাদের বিরুদ্ধে অভিযোগ আনে তবেই কেবল তাদের প্রত্যর্পণ করা যেতে পারে। বাংলাদেশের অনুরোধ নিয়ে অ্যাটর্নি জেনারেল ও আইজিপির সঙ্গে আলোচনা করেছেন। আইজিপি বিষয়টি সামাল দেবেন এবং বাংলাদেশের কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করবেন বলেও জানান তিনি।

গত ২৪ অক্টোবর মালয়েশিয়ায় পাঠানো এক চিঠিতে এই অনুরোধ জানায় বাংলাদেশ পুলিশ। দুজন অভিযুক্তের একজন মালয়েশিয়ান নাগরিক দাতুক সেরি আমিনুল ইসলাম। আরেকজন ঢাকার জনশক্তি ব্যবসায়ী ক্যাথারসিস ইন্টারন্যাশনালের স্বত্বাধিকারী রুহুল আমিন স্বপন। 

পুলিশ সদর দপ্তর সূত্রে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে। এছাড়া মার্কিন গণমাধ্যম ব্লুমবার্গের এক প্রতিবেদনেও এ তথ্য জানা গেছে।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম