Logo
Logo
×

আন্তর্জাতিক

নারীদের পোশাকের মাপ নিতে ও চুল কাটতে পারবেন না পুরুষরা

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৯ নভেম্বর ২০২৪, ১০:০১ এএম

নারীদের পোশাকের মাপ নিতে ও চুল কাটতে পারবেন না পুরুষরা

নারীদের হেনস্থ থেকে রক্ষা করতে পুরুষ দর্জিরা নারীদের পোশাকের মাপ নিতে কিংবা সেলুনে পুরুষ কর্মীরা নারীদের চুল কাটতে পারবেন না বলে প্রস্তাব দিয়েছেন ভারতের উত্তরপ্রদেশের রাজ্য মহিলা কমিশন। গত ২৮ অক্টোবর নারীদের নিরাপত্তা ও সুরক্ষা নিয়ে রাজ্য মহিলা কমিশনের একটি বৈঠকে এই প্রস্তাব তোলা হয়েছে।

শুক্রবার (৮ নভেম্বর) ভারতের সংবাদ সংস্থা পিটিআই এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।

মহিলা সংগঠনের সদস্য হিমানী আগরওয়াল বলেন, ২৮ অক্টোবর মহিলা কমিশনের বৈঠকে প্রস্তাব পেশ করা হয়েছিল যে শুধু নারী দর্জিরাই নারীদের পোশাকের মাপ নেবেন এবং এই জায়গাগুলোতে সিসিটিভি লাগানো উচিত।

তিনি বলেন, রাজ্য মহিলা কমিশনের চেয়ারপার্সন ববিতা চৌহান এই প্রস্তাবটি উত্থাপন করেছেন এবং বৈঠকে উপস্থিত সদস্যরা এটিকে সমর্থন করেছেন।

আগরওয়াল বলেন, আমরা এটাও বলেছি যে সেলুনে শুধুমাত্র নারী কর্মীরাই নারী খদ্দেরদের সেবা দেওয়া উচিত।

তিনি আরও বলেন, আমরা মনে করি, পুরুষরা এ ধরনের পেশায় জড়িত থাকায় নারীরা শ্লীলতাহানির শিকার হন। তারা (পুরুষরা) নারীদের খারাপভাবে স্পর্শ করার চেষ্টা করে।

ববিতা চৌহান বলেন, এখন পর্যন্ত শুধু একটি প্রস্তাব তোলা হয়েছে এবং মহিলা কমিশন পরবর্তীকালে রাজ্য সরকারকে এ বিষয়ে আইন প্রণয়নের জন্য অনুরোধ করবে।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম