Logo
Logo
×

আন্তর্জাতিক

ট্রাম্প প্রশাসনের সম্ভাব্য সিআইএপ্রধান, কে এই প্যাটেল?

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৮ নভেম্বর ২০২৪, ০১:০৭ পিএম

ট্রাম্প প্রশাসনের সম্ভাব্য সিআইএপ্রধান, কে এই প্যাটেল?

সব জল্পনা উড়িয়ে হোয়াইট হাউসে ফিরছেন ডোনাল্ড ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্ট পদের নির্বাচনে তার জয় নিশ্চিত হতেই বুধবার ভক্তরা উল্লাসে ফেটে পড়েন। কমলা হ্যারিসকে হারিয়ে একবার ফের মার্কিন মসনদে বসছেন ট্রাম্প। আর এই ট্রাম্পেরই ঘনিষ্ঠ ভারতীয় বংশোদ্ভূত কাশ প্যাটেল এবার খবরের শিরোনাম। গুঞ্জন শোনা যাচ্ছে, কাশই হচ্ছেন আমেরিকার প্রতিরক্ষার আঁতুরঘর সিআইএ-এর পরবর্তী প্রধান।

কে এই প্যাটেল?

মার্কিন নির্বাচনে ট্রাম্পের জয়ের খবর আসতে শুরু করার পর থেকেই বারবার আলোচনায় উঠে আসছেন কাশ প্যাটেল। পদবী ‘প্যাটেল’ শুনেই বোঝা যায় তিনি ভারতীয় বংশোদ্ভূত। গুজরাটি পরিবারে তার বেড়ে ওঠা। কাশ প্যাটেলের পুরো নাম কাশ্যপ প্যাটেল। এখন পর্যন্ত যা খবর, তাতে মার্কিন গোয়েন্দা বিভাগের ‘সেন্ট্রাল ইন্টালিজেন্স এজেন্সি’ বা সিআইএ-এর পরবর্তী প্রধান হওয়ার দৌড়ে কাশ প্যাটেল এগিয়ে রয়েছেন।

ট্রাম্পের বহু সহযোগী প্যাটেলের নাম এই পদের জন্য তুলে ধরছেন। তবে এই পদে কাশ প্যাটেলের আসার মাঝে রয়েছে একটি বড় চ্যালেঞ্জ। মার্কিন সিনেট যদি অনুমোদন দেয়, তবেই এই পদ পাবেন ভারতীয় বংশোদ্ভূত কাশ প্যাটেল। এককালে মার্কিন প্রেসিডেন্টের উপদেষ্টার পদে ছিলেন কাশ।

২০১৯ সালে আমেরিকার হাউস ইন্টালিজেন্স কমিটি থেকে কাশ প্যাটেল সে দেশের ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিল স্টাফ-এর অংশ ছিলেন। প্রতিরক্ষা ও নিরাপত্তা-সংক্রান্ত নানা ইস্যুতে কাশ প্যাটেলের পরামর্শে মুগ্ধ হন ট্রাম্প।

৪৪ বছর বয়সি প্যাটেলের জন্ম নিউইয়র্কে। তার পরিবার পূর্ব আফ্রিকা থেকে কানাডার পথে গিয়েছিল আমেরিকায়। সেই থেকেই প্যাটেল পরিবারের বসবাস আমেরিকায়। একটি অসামরিক বিমান সংস্থায় আর্থিক অফিসার পদে কর্মরত ছিলেন কাশের বাবা।

রিচমন্ড বিশ্ববিদ্যালয় থেকে 'ক্রিমিনাল জাস্টিস অ্যান্ড হিস্ট্রি' বিষয়ের স্নাতক তিনি। ২০০৪ সালে আন্তর্জাতিক আইন বিষয়ে ‘ইউনিভার্সিটি কলেজ লন্ডন’ থেকে ডিগ্রি পান। পরবর্তী শিক্ষা 'পেস ইউনিভার্সিটি স্কুল অব ল' থেকে।

প্যাটেলকে ঘিরে জল্পনা এখন পর্যন্ত যা খবর, ট্রাম্পের প্রশাসনে বিবেক রামসে, ববি জিন্দাল, কাশ প্যাটেলের মতো বহু ভারতীয় বংশোদ্ভূতরা বড় দায়িত্ব পেতে পারেন। এদিকে, যদি সিআইএর প্রধানের ভূমিকায় কাশ দায়িত্ব না পান সিনেটের ভোটে তাহলে তিনি মার্কিন ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলে ট্রাম্পের মাধ্যমে নিয়োজিত হতে পারেন। 

সূত্র : এনডিটিভি।

ঘটনাপ্রবাহ: মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন ২০২৪


আরও পড়ুন

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম