ট্রাম্পের কাছে চীন-যুক্তরাষ্ট্র সুসম্পর্কের নিশ্চয়তা চান জিনপিং
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ০৭ নভেম্বর ২০২৪, ০৩:৩৩ পিএম
ছবি: সংগৃহীত
চীনকে নিজেদের অন্যতম বাণিজ্যিক প্রতিপক্ষ মনে করে যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রের সঙ্গে চীনের সম্পর্কটাও সেই অর্থে বন্ধুপ্রতিম নয়। তবে এবার পেছনের সব বিভেদ ভুলে নতুন করে একসঙ্গে হাঁটতে চায় এই দু’দেশ। ডোনাল্ড ট্রাম্প মার্কিন প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর তাকে শুভেচ্ছা জানিয়ে এমন আশাবাদ ব্যক্ত করেছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং।
বার্তা সংস্থা সিনহুয়া বৃহস্পতিবার জানিয়েছে, মার্কিন প্রেসিডেন্টকে অভিনন্দন বার্তা পাঠিয়েছে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট হওয়ার পর এই নেতার সঙ্গে ফোনেও কথা হয়েছে তার। যদিও ফোনে ঠিক কি কথা হয়েছে এই দুই প্রেসিডেন্টের তা জানা যায়নি।
বার্তায় জিনপিং বলেছেন, ‘একটি স্থিতিশীল, স্বাস্থ্যকর এবং টেকসই চীন-মার্কিন সম্পর্ক উভয় দেশের সাধারণ স্বার্থে এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রত্যাশার সাথে সঙ্গতিপূর্ণ।’
সেই সঙ্গে সিনহুয়ার পক্ষ থেকে বলা হয়েছে, শি জিনপিং দুই দেশকে নতুন যুগে একসাথে থাকার সঠিক উপায় খুঁজে বের করার আহ্বান জানিয়েছেন। যাতে উভয় দেশ এবং বৃহত্তর বিশ্বের উপকার হয়।
এছাড়াও চীন প্রেসিডেন্ট আশা ব্যক্ত করেছেন যে উভয় পক্ষ পারস্পরিক শ্রদ্ধা, শান্তিপূর্ণ সহাবস্থান এবং বিজয়ী সহযোগিতার নীতিগুলি বজায় রাখবে, সংলাপ ও যোগাযোগ জোরদার করবে, সঠিকভাবে পার্থক্য পরিচালনা করবে এবং পারস্পরিক উপকারী সহযোগিতা প্রসারিত করবে।