কেমন হবে ডোনাল্ড ট্রাম্পের মন্ত্রিসভা?
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ০৭ নভেম্বর ২০২৪, ০১:২৬ পিএম
ছবি: সংগৃহীত
কমলা হ্যারিসকে বড় ব্যবধানে হারিয়ে যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন ডোনাল্ড ট্রাম্প। আগামী ২০ জানুয়ারি মার্কিন প্রেসিডেন্ট হিসেবে শপথ গ্রহণ করবেন তিনি। এ অবস্থায় প্রশ্ন উঠেছে কারা থাকছেন ট্রাম্পের মন্ত্রিসভায়। কেমন হচ্ছে সাবেক প্রেসিডেন্টের এবারের মন্ত্রিসভা।
জানা গেছে, আগামী সপ্তাহ থেকেই মন্ত্রিসভার লোক বেছে নেওয়ার কাজে নেমে পড়বেন ট্রাম্প। এ ব্যাপারে পরিষ্কার কিছু জানা না গেলেও, ধারণা পাওয়া গেছে কেমন হতে পারে ট্রাম্পের এবারের মন্ত্রিসভা। ধারণা দিয়েছেন হোয়াইট হাউসে ট্রাম্পের স্থানান্তরের নেতৃত্ব দেওয়া দল।
এক বিবৃতিতে কো-চেয়ার লিন্ডা ম্যাকমোহন এবং হাওয়ার্ড লুটনিক বলেছেন, তারা ট্রাম্পকে বিশেষজ্ঞদের সঙ্গে সাক্ষাৎ করাবেন যেখান থেকে তিনি তার দলের জন্য মন্ত্রিসভা নির্বাচন করতে পারেন।
আরও বলা হয়েছে, ট্রাম্প এমন কর্মীদের নির্বাচন করবেন, যাদের নেওয়া নীতিগুলি আমেরিকানদের জীবনকে সাশ্রয়ী এবং নিরাপদ করে তুলবে।
৫ নভেম্বরের প্রেসিডেন্ট ভোটে ডোনাল্ড ট্রাম্প ২৯৫ ইলেকটোরাল ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। জয়ের জন্যতার প্রয়োজন ছিল ২৭০টি। কমলা হ্যারিস পেয়েছেন ২২৬ ইলেকটোরাল ভোট।