Logo
Logo
×

আন্তর্জাতিক

তেল আবিবের সেনা ঘাঁটিতে ড্রোন হামলা হিজবুল্লাহর

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৭ নভেম্বর ২০২৪, ১২:৪৮ পিএম

তেল আবিবের সেনা ঘাঁটিতে ড্রোন হামলা হিজবুল্লাহর

লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ দাবি করেছে, প্রথমবারের মতো ইসরাইলের রাজধানী তেল আবিবের দক্ষিণে একটি সামরিক ঘাঁটি লক্ষ্য করে এক ঝাঁক ড্রোন হামলা চালিয়েছে তারা।

বুধবার (৬ নভেম্বর) হিজবুল্লাহ এই হামলা চালায়। খবর আলজাজিরার।

প্রতিবেদনে বলা হয়েছে, হিজবুল্লাহ যোদ্ধারা প্রথমবারের মতো তেল আবিবের দক্ষিণে বিলু সেনা ঘাঁটিতে ড্রোন আক্রমণ চালায়। তবে ইসরাইলি কর্তৃপক্ষের কাছ থেকে হতাহতের বা অবকাঠামোর ক্ষতির কোনো তাৎক্ষণিক খবর পাওয়া যায়নি।

এর আগে, হিজবুল্লাহ ইসরাইলের বন্দর শহর হাইফার কাছে নৌ-ঘাঁটি এবং তেল আবিবের কাছে ইসরাইলের প্রধান আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে আরেকটি ঘাঁটি লক্ষ্য করে কয়েকটি হামলার দাবি করেছে।

এ বিষয়ে ইসরাইলি বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, হামলায় বিমানবন্দরের কার্যক্রম ক্ষতিগ্রস্ত হয়নি।

এছাড়া লেবাননের হিজবুল্লাহ নতুনকরে দখলদার ইরসাইলের একটি সামরিক ঘাঁটি, বিস্ফোরক তৈরির একটি কারখানা এবং একটি সেনাসমাবেশে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। 

গত ২৩ সেপ্টেম্বর সকাল থেকে দখলদার ইসরাইলি সেনাবাহিনী দক্ষিণ লেবাননের বিভিন্ন এলাকায় ব্যাপক আক্রমণ শুরু করেছে, যা এখনো চলছে। এর মোকাবিলায় হিজবুল্লাহ ইহুদিবাদী ইসরাইলের বিভিন্ন স্থানে হামলা চালাচ্ছে। এর ফলে দখলদারের ইসরাইলেরও ব্যাপক ক্ষতি হচ্ছে।

ঘটনাপ্রবাহ: লেবানন ইসরাইল সংঘাত


আরও পড়ুন

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম