প্রিন্সেস ডায়নার ক্রুশ নেকলেস পরে তোপের মুখে কার্দাশিয়ান
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ০৬ নভেম্বর ২০২৪, ০৯:৩২ পিএম
বিভিন্ন আইকনিক ফ্যাশন আর্টিফ্যাক্ট পরিধানের মাধ্যমে প্রায়ই সাহসী পদক্ষেপ দেখিয়ে থাকেন মার্কিন মিডিয়া ব্যক্তিত্ব ও সমাজকর্মী কিম কার্দাশিয়ান।
মার্লিন মনরো, জ্যানেট জ্যাকসন এবং জ্যাকি কেনেডির মতো ব্যক্তিত্বের একাধিক ঐতিহাসিক ফ্যাশন আইটেম পরিধানের পর, এবার নতুন আরেকটি ঐতিহাসিক অলঙ্কার পরে আলোচনায় আসেন তিনি।
আর সেটি ছিল প্রিন্সেস ডায়নার প্রিয় একটি হীরা খচিত ক্রুশ পেনডেন্ট।
শনিবার লস অ্যাঞ্জেলসে এলএসিএমএ আর্ট ও ফিল্ম গালা অনুষ্ঠানে ওই ক্রুশ নেকলেসটি গলায় জড়ান কার্দাশিয়ান।
২০২৩ সালের জানুয়ারিতে সোদেবির এক নিলামে প্রায় ২,১২,০০০ ডলার মূল্যে নেকলেসটি ক্রয় করেন কার্দাশিয়ান। যেটি প্রিন্সেস ডায়নার মৃত্যুর পর প্রথমবারের মতো জনসমক্ষে দেখা গেল এদিন।
ব্রিটিশ আদালতের গহনা নির্মাতা গ্যারার্ডের তৈরি এই নেকলেসটি ২০ শতকের প্রথম দিকে নির্মিত হয়। যা ৫.৪ ইঞ্চি বাই ৩.৭ ইঞ্চি আকারে এবং প্রায় ৫.২৫ ক্যারেটের হীরার সমন্বয়ে গঠিত।
১৯৮০-এর দশকে এই নেকলেসটি ক্রয় করেন প্রয়াত ফিলিস্তিনি-ব্রিটিশ ব্যবসায়ী নাইম আত্তাল্লাহ, যিনি এটি বেশ কয়েকবার ডায়নাকে ধার দেন।
কার্দাশিয়ান তার সেই নেকলেসের পার্ল চেইনটি কিছুটা সংক্ষিপ্ত করে এবং বিভিন্ন গহনার সঙ্গে মিলিয়ে পরিধান করেন। যার মধ্যে একটি ছয়-সুতার পার্ল চোকারও ছিল। হালকা সাদা রঙের খোলামেলা পোশাকের ওপর বাহারি রঙের এই অলঙ্কারটি একটি প্রভাবশালী রঙ হিসেবে ব্যবহার করেন তিনি।
তবে তার এই সাহসী নকশা এবং বিপ্লবী শৈলীর ক্রসটি অনেকের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি করেছে।
অনেকেই মন্তব্য করেছেন, ধর্মীয় তাৎপর্যপূর্ণ এই অলঙ্কারটি পরার জন্য তার খোলামেলা পোশাকটি উপযুক্ত নয় এবং ঐতিহাসিক অলঙ্কার ব্যবহারের ক্ষেত্রে তার আগ্রহের কারণে এটি ক্ষতির ঝুঁকির মধ্যে থাকতে পারে।
এছাড়াও সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক সমালোচনার সম্মুখীন হন কার্দাশিয়ান। একজন ইনস্টাগ্রাম ব্যবহারকারী মন্তব্য করেছেন, মার্লিনের পোশাক নষ্ট করার পরও কেনো প্রিন্সেস ডায়নার ব্যবহার করা ঐতিহাসিক গহনা তাকে দেওয়া হচ্ছে?
আরেক ব্যবহারকারী লিখেছেন, কিম কার্দাশিয়ান প্রিন্সেস ডায়নার সঙ্গে তুলনায় যোগ্য নন। কোথায় প্রিন্সেস ডায়না, আর কোথায় কিম কার্দাশিয়ান!
এক্স-এ (সাবেক টুইটার) আরেকজন মন্তব্য করেন, কিছু জিনিসের ঐতিহাসিক মূল্য টাকার মাপে মাপা যায় না।
কার্দাশিয়ান মূলত এইসব খোলামেলা ফ্যাশনই পছন্দ করেন এবং বেশিরভাগ সময়ই সাহসী পদক্ষেপ নিয়ে থাকেন। তবে সামাজিক মাধ্যমে এসব সমালোচনা তার জন্য আবারও ঐতিহাসিক গহনার প্রতি সাধারণ মানুষের মনোভাব তুলে ধরল। সূত্র: এনডিটিভি