Logo
Logo
×

আন্তর্জাতিক

ট্রাম্পকে অভিনন্দন জানিয়ে যে বার্তা দিলেন পাক প্রধানমন্ত্রী

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৬ নভেম্বর ২০২৪, ০৬:৩৪ পিএম

ট্রাম্পকে অভিনন্দন জানিয়ে যে বার্তা দিলেন পাক প্রধানমন্ত্রী

দ্বিতীয়বারের মতো যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ায় ডোনাল্ড ট্রাম্পকে অভিনন্দন জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। 

বুধবার সোশ্যাল মিডিয়া সাইট এক্স-এ ট্রাম্পের সাফল্য কামনা করে শাহবাজ লেখেন, নতুন আমেরিকান প্রশাসনের সঙ্গে সম্পর্ক জোরদার করতে দৃঢ় প্রতিজ্ঞ তার দেশ পাকিস্তান।

পিপলস পার্টির চেয়ারম্যান বিলাওয়াল ভুট্টো জারদারি ডোনাল্ড ট্রাম্পকে অভিনন্দন জানিয়ে লিখেছেন, আমেরিকার জনগণ ট্রাম্প ও তার দলকে একটি দুর্দান্ত বিজয় দিয়েছেন। এটি একটি যুদ্ধবিরোধী ম্যান্ডেট ও সাফল্য বলেও মন্তব্য করেন তিনি।

শাহবাজ শরিফ ছাড়াও ব্রিটিশ প্রধানমন্ত্রী স্যার কেইর স্টারমার, ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি প্রেসিডেন্ট নির্বাচনে বিজয়ী হওয়ায় ডোনাল্ড ট্রাম্পকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন।

এ ছাড়া ন্যাটো প্রধান, পোলিশ প্রেসিডেন্ট, ইথিওপিয়ার প্রধানমন্ত্রী এবং ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁও ট্রাম্পকে অভিনন্দন জানিয়েছেন।

চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্রের এক বিবৃতিতে বলা হয়েছে, পারস্পরিক শ্রদ্ধার ভিত্তিতে চীন যুক্তরাষ্ট্রের সঙ্গে কাজ করে যাবে। যুক্তরাষ্ট্রের প্রতি চীনের নীতিতে কোনো পরিবর্তন নেই।

ঘটনাপ্রবাহ: মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন ২০২৪


আরও পড়ুন

Jamuna Electronics

img img
Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম