আরব–আমেরিকানদের আস্থা অর্জনে ব্যর্থ কমলা
অনলাইন ডেস্ক
প্রকাশ: ০৬ নভেম্বর ২০২৪, ০৪:০৯ পিএম
ছবি: সংগৃহীত
গাজা ও লেবাননে চলমান ভয়াবহ ইসরাইলি নৃশংসতায় ডেমোক্রেট প্রেসিডেন্ট জো বাইডেনের শর্তহীন সমর্থন করায় এবারের নির্বাচনে আরব–আমেরিকানদের আস্থা অর্জনে ব্যর্থ হয়েছেন কমলা হ্যারিস। অন্যদিকে মুসলিমবিরোধী এবং অভিবাসীবিরোধী বক্তব্যের ইতিহাস থাকা সত্ত্বেও ট্রাম্প এই ধরনের ভোটারের ব্যাপক সমর্থন পেয়েছেন। যা কয়েক বছর আগেও কল্পনা করা যায়নি।
যুক্তরাষ্ট্রের একটি আরব–আমেরিকান অধ্যুষিত শহরের নির্বাচনি ফলাফলে দেখা যাচ্ছে, ডোনাল্ড ট্রাম্প কমলা হ্যারিসের চেয়ে অনেকখানি এগিয়ে রয়েছেন।
সেখানকার সিটি কাউন্সিলর মুস্তাফা হামুদ আল–জাজিরাকে বলেন, ডেমোক্র্যাটিক প্রার্থীর এই ফলাফলের জন্য কমলার নিজেকে ছাড়া আর কাউকে দোষ দেওয়ার নেই।
হামুদ বলেন, জো বাইডেন তার প্রচারাভিযানে এখানে এসে অন্তত আমাদের কথা শুনতে পারতেন। মনে হয়, কমলা হ্যারিসের প্রচারণা আরব–আমেরিকান সম্প্রদায়ের সঙ্গে যোগাযোগ তৈরির ক্ষেত্রে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে।
তিনি আরও বলেন, ইসরাইলের প্রতি কমলার দৃঢ় সমর্থন তো আছেই, সেই সাবেক ভাইস প্রেসিডেন্ট ডিক চেনি এবং তার মেয়ে লিজ চেনির মতো যুদ্ধবাদী ব্যক্তিদের সমর্থন করেও আরব–আমেরিকান ভোটারদের আরও দূরে ঠেলে দিয়েছেন।
সংবাদমাধ্যম অ্যাসোসিয়েট প্রেস কর্তৃক সবশেষ প্রকাশিত ফল অনুযায়ী, প্রয়োজনীয় ২৭০ ইলেক্টোরাল ভোট অর্জনের দৌড়ে এখন পর্যন্ত ২৬৭টি পেয়েছেন ট্রাম্প। আর কমলা পেয়েছেন ২১৪ ভোট। বলা যায়, হোয়াইট হাউসের সিংহাসনে বসতে বিজয়ের দ্বারপ্রান্তে ট্রাম্প।