বোমা মারার হুমকি দিয়ে গ্রেফতার জর্জিয়ার এক নির্বাচনকর্মী
যুগান্তর ডেস্ক
প্রকাশ: ০৫ নভেম্বর ২০২৪, ০৬:৩৪ পিএম
যুক্তরাষ্ট্রের জর্জিয়া রাজ্যে নিকোলাস উইমবিশ নামের এক নির্বাচনকর্মী গ্রেফতার হয়েছেন। বোমা মারার হুমকি দেওয়ার অভিযোগে তাকে গ্রেফতার করা হয়। স্থানীয় নির্বাচন কর্মকর্তাদের ওপর বোমা হামলার হুমকি দিয়ে চিঠি পাঠানো এবং গোয়েন্দা সংস্থা এফবিআই-এর কাছে মিথ্যা বয়ান দেওয়ার অভিযোগ আনা হয়েছে তার বিরুদ্ধে। খবর রয়টার্সের।
দোষী সাব্যস্ত হলে তার সর্বোচ্চ ২৫ বছরের জেল হতে পারে। বোমা হামলার হুমকি দেওয়া চিঠিটি তিনি এমনভাবে লিখেছেন যে দেখে মনে হয় সেটি কোনো ভোটার পাঠিয়েছেন।
২৫ বছর বয়সী উইমবিশ গত ১৬ অক্টোবর জর্জিয়ার গ্রে শহরের জোন্স কাউন্টিতে নির্বাচন কার্যালয়ে নির্বাচনকর্মী হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। সেদিন একজন ভোটারের সঙ্গে তার বচসা হয়েছিল।
পরদিন কাউন্টির প্রধান নির্বাচনি কর্মকর্তাকে তিনি একটি চিঠি পাঠান। কৌসুলিরা বলছেন, সেটি এমনভাবে লেখা হয়েছে যেন চিঠিটি ওই ভোটারের কাছ থেকেই এসেছে।
চিঠিতে উইমবিশ নির্বাচনকর্মীদের ওপর শারীরিক ও যৌন সহিংসতার হুমকি দেন এবং বোমা হামলার হুমকি দিয়ে চিঠি শেষ করেন বলে অভিযোগ আছে।