Logo
Logo
×

আন্তর্জাতিক

ট্রাম্প বিজয়ী হলে কপাল পুড়বে জেলেনস্কির

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ০৫ নভেম্বর ২০২৪, ০৬:৩৩ পিএম

ট্রাম্প বিজয়ী হলে কপাল পুড়বে জেলেনস্কির

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন চলছে। মঙ্গলবার এ নির্বাচনে যদি রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প জিতে যান তাহলে ট্রাম্প যুদ্ধ থামিয়ে দেওয়ার কথা বলেছেন। আর এতে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির কপাল পুড়ছে বলেই মনে করছেন বিশ্লেষকরা।

সামরিক শক্তিতে বিশ্বের অন্যতম পরাশক্তির দেশ রাশিয়ার সঙ্গে ২ বছর ৮ মাস ধরে যুদ্ধ করে যাচ্ছে কিয়েভ। কারণ আমেরিকার নেতৃত্বে পেছন থেকে অস্ত্র দিয়ে যুদ্ধটা দীর্ঘ করছে পশ্চিমারা। 

ট্রাম্প যুদ্ধ থামাতে চান। এজন্য তার কাছে আছে সম্ভাব্য তিনটি পথ। প্রথমত, ইউক্রেনের কিছু অংশ রাশিয়াকে দিয়ে কিয়েভকে ফ্রন্টলাইন থেকে সেনা সরিয়ে নিতে বাধ্য করতে পারেন ট্রাম্প।

দ্বিতীয়ত, যুদ্ধ থামাতে জেলেনস্কির দেশের প্রতি সমর্থন তুলে নিতে পারেন দ্বিতীয় মেয়াদে আমেরিকার ক্ষমতায় যাওয়া ট্রাম্প। এজন্য বিলিয়ন বিলিয়ন ডলারের সহায়তা বন্ধ করে দেবেন তিনি। কিয়েভে যাবে না অস্ত্রভর্তি জাহাজ কিংবা কার্গোর কোনো চালান। তখন নিজ থেকে হাতগুটিয়ে নিতে বাধ্য থাকবে ইউক্রেন।

তৃতীয়ত, ভোট টানতে যুদ্ধ থামানোর কথা বললেও রাজনীতির নানা মারপ্যাঁচে ট্রাম্প হয়তো তার কথা না-ও রাখতে পারেন। উল্টো কিয়েভকে আরও সহায়তা দিতে পারেন তিনি। যেন হারানো সব অঞ্চলের দখল ফিরে পায় ইউক্রেন এবং রাশিয়াকে পরাজিত করতে পারে।

বিশ্লেষকরা মনে করছেন, ইউক্রেনকে একেবারে সহায়তা বন্ধ করে দেওয়া এবং অতিরিক্ত সহায়তা দিয়ে রাশিয়াকে পরাজিত করে যুদ্ধ বন্ধ করা বাস্তবসম্মত নয়। তাই ট্রাম্প যেটা করতে পারেন, তা হচ্ছে- রাশিয়ার কাছে কিছু অঞ্চল ছেড়ে দিয়ে যুদ্ধটাকে থামিয়ে দেওয়া।

তবে বিশ্লেষকদের মত, দুই কোরিয়ার মতো সীমান্তে যৌথ নিরাপত্তা কমিশন রাখা যেতে পারে। যেখানে সীমান্তের একপাশে রুশ ও অপর পাশে থাকবে ইউক্রেনীয় সেনারা। মাঝখানে বাফার জোন তৈরি করে সেখানে নিযুক্ত করা হবে জাতিসংঘের অধীনে পৃথক একটি কমিশনের পর্যবেক্ষক দলকে। যারা সীমান্তে উত্তেজনা বা উসকানির জন্য দোষীদের চিহ্নিত ও প্রতিবেদন দেবে। যেমনটা পানমুনজমে দুই কোরিয়ার মধ্যে হয়ে আসছে।

মঙ্গলবারের নির্বাচনে যদি রিপাবলিকান শিবির থেকে ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট নির্বাচিত হন, তবে ঘটতে পারে এর কোনো একটা। আর ডেমোক্র্যাট প্রার্থী কমলা হ্যারিস যদি হন হোয়াইট হাউসের বাসিন্দা, তবে যুদ্ধটা চলতে থাকবে সে বিষয়ে কোনো সন্দেহ নেই।

ঘটনাপ্রবাহ: মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন ২০২৪


আরও পড়ুন

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম