Logo
Logo
×

আন্তর্জাতিক

কমলা না ট্রাম্প? সর্বশেষ সমীক্ষাগুলি কী বলছে

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ০৫ নভেম্বর ২০২৪, ০৪:১৬ পিএম

কমলা না ট্রাম্প? সর্বশেষ সমীক্ষাগুলি কী বলছে

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের আগেরদিন (৪ নভেম্বর) রাতে একাধিক সমীক্ষা সামনে এল। এই সমীক্ষাতে দেখা যাচ্ছে, হোয়াইট হাউসের দৌড়ে ট্রাম্প ও কমলা হ্যারিসের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হতে চলেছে। 

রিপোর্ট অনুযায়ী, হ্যারিসএক্স/ফোর্বস সমীক্ষায় দেখা গেছে, কমলা হ্যারিসের পক্ষে ৪৯ শতাংশ জনমত রয়েছে এবং ডোনাল্ড ট্রাম্পের পক্ষে রয়েছে ৪৮ শতাংশ জনমত। এই সমীক্ষা প্রকাশ করা হয় সোমবার রাতে। এই সমীক্ষায় কমলা হ্যারিস কিঞ্চিত এগিয়ে থাকলেও দাবি করা হয়েছে, সমীক্ষায় অংশ নেওয়া ১৬ শতাংশ রেজিস্টার্ড ভোটার (কোনো না কোনো দলের প্রতি অনুগত) তাদের মত বদল করতে পারে শেষ মুহূর্তে। এছাড়া রেজিস্টার্ড নন, এমন ১০ শতাংশ ভোটারও জানান, তারা তাদের মত পালটাতে পারেন। 

এদিকে রয়টার্স/ইপসস এবং সিবিএস/ইউগভ সমীক্ষা অনুযায়ী, ডোনাল্ড ট্রাম্পের থেকে কমলা হ্যারিস এক শতাংশ এগিয়ে। এদিকে নিউইয়র্ক চাইমস/সিয়েনা কলেজ এবং সিএনএন/এসএসআরএস সমীক্ষার দাবি, দুই প্রার্থীর ঝুলিতেই সমপরিমাণ সমর্থন রয়েছে। এদিকে সিএনবিসি সমীক্ষায় ৪৮-৪৬ শতাংশের ব্যবধানে এগিয়ে ট্রাম্প। এদিকে ওয়াল স্ট্রিট জার্নালের সমীক্ষাতেও ট্রাম্প এগিয়ে ৪৭-৪৫ শতাংশ ব্যবধানে। 

এদিকে পিবিএস নিউজ/এনপিআর/মারিস্ট সমীক্ষায় দাবি করা হয়েছে, ডেমোক্র্যাট প্রার্থী কমলা হ্যারিস ৪ শতাংশের ব্যবধানে এগিয়ে রিপাবলিকান ডোনাল্ড ট্রাম্পের থেকে। এই সমীক্ষায় দাবি করা হয়েছে হ্যারিসের পক্ষে আছেন ৫১ শতাংশ ভোটার, আর ট্রাম্পের পক্ষে ৪৭ শতাংশ জনসমর্থন রয়েছে।

ঘটনাপ্রবাহ: মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন ২০২৪


আরও পড়ুন

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম