
প্রিন্ট: ১৭ এপ্রিল ২০২৫, ০৮:৪৩ পিএম

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ০৫ নভেম্বর ২০২৪, ০২:৫৮ এএম

আরও পড়ুন
অপেক্ষার পালা শেষ। মহারণ শুরুর মাহেন্দ্রক্ষণ উপস্থিত। টানা এক বছর ডেমোক্রেটিক ও রিপাবলিকান পার্টির তুমুল প্রচারের পরিসমাপ্তি ঘটিয়ে আজ যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন।
এবারের নির্বাচনে ৪৭তম প্রেসিডেন্ট পাবে যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় সকাল ৭টা থেকে ৯টার মধ্যে ভোটগ্রহণ শুরু হবে। ভোটগ্রহণ শেষ হবে সন্ধ্যা ৭টা থেকে রাত ১১টার দিকে।
যুক্তরাষ্ট্রে এবার ভোটার সংখ্যা ২৪ কোটি ৪০ লাখ। আগাম ভোট দিয়েছেন ৭ কোটি ৭০ লাখ ভোটার।
এদিকে নির্বাচনের ফলাফল নির্ধারণকারী দোদুল্যমান সাত অঙ্গরাজ্যে ভোটগ্রহণ শেষ হবে ৫ নভেম্বর স্থানীয় সময় সন্ধ্যা ৭টা থেকে রাত ১০টার মধ্যে।
এসব অঙ্গরাজ্যের মধ্যে প্রথম যে দুটির ফলাফল সবার আগে আসতে শুরু করবে, তা থেকেই মূলত পূর্বাভাস পাওয়া যাবে- কে হতে যাচ্ছেন পরবর্তী মার্কিন প্রেসিডেন্ট।
এসব অঙ্গরাজ্যের মধ্যে সবার আগে জর্জিয়ায় স্থানীয় সময় সন্ধ্যা ৭টা ও নর্থ ক্যারোলিনায় সন্ধ্যা সাড়ে ৭টার কিছু সময় পর থেকে বুথফেরত ফলাফল আসতে শুরু করবে।
এদুটি অঙ্গরাজ্যে যদি ডেমোক্রেটিক পার্টির প্রার্থী কমলা হ্যারিস এগিয়ে থাকেন, তাহলে মার্কিন ইতিহসে তিনিই প্রথম প্রেসিডেন্ট হতে যাচ্ছেন বলে প্রাথমিকভাবে ধরে নেওয়া যাবে। আর যদি ট্রাম্প এগিয়ে থাকেন, তাহলে তিনিই হবেন ৪৭তম প্রেসিডেন্ট।
কারণ, বাকি পাঁচ দোদুল্যমান অঙ্গরাজ্যের ফলাফল সার্বিক ফলাফলে এককভাবে এতটা প্রভাবিত করতে পারবে না। ‘ব্লু ওয়াল স্টেটস’ বা নীল দেওয়াল হিসেবে পরিচিতি এই পাঁচ অঙ্গরাজ্য হলো- পেনসিলভানিয়া, মিশিগান, উইসকনসিন, নেভাদা ও অ্যারিজোনা।
এ পাঁচ অঙ্গরাজ্যের মধ্যে পেনসিলভানিয়ায় ও মিশিগানের অধিকাংশ এলাকায় ভোট গ্রহণ শেষ হবে স্থানীয় সময় রাত ৮টায়। এছাড়া উইসকনসিন, অ্যারিজোনা ও মিশিগানের উত্তরাঞ্চলীয় কিছু এলাকার ভোট গ্রহণ শেষ হবে স্থানীয় সময় রাত ৯টায়।
আর দোদুল্যমান অঙ্গরাজ্যগুলোর মধ্যে সর্বশেষ ভোট গ্রহণ হবে নেভাদায়, ৫ নভেম্বর (মঙ্গলবার) স্থানীয় সময় রাত ১০টায়। তথ্যসূত্র: পলিটিকো
ঘটনাপ্রবাহ: মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন ২০২৪
আরও পড়ুন