Logo
Logo
×

আন্তর্জাতিক

ইসরাইলকে ইসলামের ‘সবচেয়ে বড় শত্রু ’ আখ্যা দিলেন খামেনি

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০৪ নভেম্বর ২০২৪, ১২:১৮ পিএম

ইসরাইলকে ইসলামের ‘সবচেয়ে বড় শত্রু ’ আখ্যা দিলেন খামেনি

ইসরাইলকে ইসলামের ‘সবচেয়ে বড় শত্রু ’ হিসেবে আখ্যায়িত করেছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি।  সাম্প্রতিক ইসরাইলি হামলার ঘটনায় নিহত ইরানি সেনাদের প্রতি শ্রদ্ধা নিবেদনে তিনি এই মন্তব্য করেন।

সোমবার (৪ নভেম্বর) এক প্রতিবেদনে এ খবর দিয়েছে তাসনিম নিউজ এজেন্সি।

প্রতিবেদনে বলা হয়েছে, ইসরাইলের নৃশংস হামলার বিরুদ্ধে লড়াই করা ইরানের বিমান প্রতিরক্ষা বাহিনীর শহীদদের পরিবার রোববার আয়াতুল্লাহ খামেনির সাথে বৈঠক করেছেন। খামেনি নিহত পরিবারের সদস্যদের ধৈর্য্যের জন্য প্রার্থনা করেন।

নিহত পরিবারের সদস্যদের স্বাগত জানিয়ে খামেনি বলেন, ‘ইসরাইলকে মোকাবেলায় দেশ ও জাতিকে রক্ষা করতে গিয়ে এই প্রিয়জনদের মৃত্যু তাৎপর্যপূর্ণ শাহাদাত। ইসরাইল ইসলামের সবচেয়ে জঘন্য শত্রু।’

১ অক্টোবরের ক্ষেপণাস্ত্র হামলার জবাবে ২৬ অক্টোবর শনিবার রাতে ইসরাইল তেহরান, খুজেস্তান এবং ইলাম প্রদেশের কিছু সামরিক স্থাপনায় হামলা করে।  এসময় ইসরাইলের ছোড়া ক্ষেপণাস্ত্র রুখতে গিয়ে তাদের চারজন যোদ্ধা এবং একজন বেসামরিক নাগরিক নিহত হয়। 

এদিকে লন্ডন-ভিত্তিক সৌদি সংবাদমাধ্যম ইলাফ নিউজ জানিয়েছে, ইসরাইলের নিরাপত্তা সংস্থা অনুমান করছে, ইরাক এবং ইয়েমেনের মিলিশিয়াদের মাধ্যমে হামলা চালাতে পারে ইরান। যদি ইরানপন্থি মিলিশিয়িরা ইরাকের ভূখণ্ড ব্যবহার করে ইসরাইলে হামলা চালায়, সেক্ষেত্রে বাগদাদকে সতর্ক করেছে ইসরাইল। 

মার্কিন নির্বাচন অনুষ্ঠানের বাকি আছে মাত্র দুদিন।  তার আগে ইসরাইলের ওপর প্রতিশোধমূলক হামলা করে কি না ইরান, তাই এখন দেখার বিষয়। ইরানি সূত্র বলছে, আগের দুইবারের হামলার চেয়ে ইরানের এবারের হামলা আরও আক্রমণাত্মক হবে।

আয়াতুল্লাহ আলি খামেনি ইসরাইল মার্কিন নির্বাচন

ঘটনাপ্রবাহ: ইরান ইসরাইল সংঘাত


আরও পড়ুন

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম