অন্তর্বাস পরা সেই তরুণী গ্রেফতারের পর উধাও
যুগান্তর ডেস্ক
প্রকাশ: ০৪ নভেম্বর ২০২৪, ০৮:১৫ এএম
ইরানের কড়া পোশাকবিধির প্রতিবাদে অন্তর্বাস পরে রাস্তায় নেমেছিলেন। পুলিশ তুলে নিয়ে যায় তাকে। তিনি কোথায় রয়েছেন, তা এখনো অজানা। সংবাদ সংস্থা এএফপি সূত্রে খবর, তাকে গ্রেফতার করা হয়েছে। তেহরানের ইসলামিক আজাদ বিশ্ববিদ্যালয়ের পড়ুয়া ওই তরুণী। তার নাম পরিচয় এখনও জানা যায়নি। শনিবার একটি ভিডিও সমাজমাধ্যমে ছড়িয়ে পড়েছিল। ওই ভিডিওতে দেখা গিয়েছে, বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে অন্তর্বাস পরে হাঁটছেন তিনি। এর পরে বিশ্ববিদ্যালয়ের বাইরে একটি জায়গায় গিয়ে বসে পড়েন।
বিশ্ববিদ্যালয় চত্বরে একাই ‘নীরব প্রতিবাদ’ জারি রেখেছিলেন। আশপাশে যে নারীদের দেখা গিয়েছে, সবারই মাথায় হিজাব, শরীর আপাদমস্তক আবৃত। কিছুক্ষণ পরেই বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তারক্ষীদের ওই তরুণীকে আটক করতে দেখা যায়। এর পর থেকে আর কোনো খবর পাওয়া যাচ্ছিল না তার।
পরে জানা যায়, তাকে গ্রেফতার করা হয়েছে। কিন্তু পুলিশ তাকে কোথায় নিয়ে গিয়েছে, গ্রেফতারির পর কোথায় রাখা হয়েছে তরুণীকে, তিনি কী অবস্থায় রয়েছেন— কিছুই স্পষ্ট নয়। যা নিয়ে বিশ্ববাসীর মনে আবারো উদ্বেগ দানা বেঁধেছে। আবারো মনে পড়ে যাচ্ছে ইরানের কুর্দি নারী মাশা আমিনির কথা।
২০২২ এর সেপ্টেম্বরে তেহরানে মাথায় ঠিকমতো হিজাব না থাকায় মাশা আমিনিকে ধরে নিয়ে যায় ইরানের নীতি পুলিশ। পরে তাদের হেফাজতে আমিনির মৃত্যু হয়। এই ঘটনাকে কেন্দ্র করে ইরানজুড়ে ব্যাপক প্রতিবাদ বিক্ষোভ ছড়িয়ে পড়ে, এতে বহু মানুষের মৃত্যু হয়।
দেশটির নিরাপত্তা বাহিনী সহিংসভাবে এই বিক্ষোভ দমন করে। কিন্তু তারপর থেকে দেশটির বহু নারী তাদের হিজাব খুলে কর্তৃপক্ষের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে আসছে।