Logo
Logo
×

আন্তর্জাতিক

হিজবুল্লাহর নৌবাহিনীর এক শীর্ষনেতাকে আটক করল ইসরাইল

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০৩ নভেম্বর ২০২৪, ০৮:৪২ এএম

হিজবুল্লাহর নৌবাহিনীর এক শীর্ষনেতাকে আটক করল ইসরাইল

ইসরাইলি নৌ-কমান্ডোরা শুক্রবার গভীর রাতে উত্তর লেবাননে অভিযান চালিয়ে হিজবুল্লাহর নৌবাহিনীর এক শীর্ষ কর্মকর্তাকে আটক করেছে। সামরিক বাহিনী শনিবার রাতে নিশ্চিত করেছে, লেবাবনের গভীরে তার কর্মকাণ্ড এবং অবস্থান উভয় ক্ষেত্রেই একটি অস্বাভাবিক নজরদারি চিহ্নিত করেছে।

লেবাননের সংবাদমাধ্যম জানিয়েছে, ইসরাইলি বিশেষ বাহিনী সমুদ্র থেকে এসে ত্রিপোলির দক্ষিণে বাতরুন উপকূলে অভিযান চালায় এবং স্পিডবোটে করে এলাকা ছাড়ার আগে একজনকে তাদের সঙ্গে নিয়ে যায়।

লেবাননের সঙ্গে ইসরাইলের সামুদ্রিক সীমান্তের প্রায় ১৪০ কিলোমিটার (৮৭মাইল) উত্তরে এই অভিযান চালানো হয়ে।

হিজবুল্লাহপন্থি সাংবাদিক হাসান ইলাইক সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক পোস্টে জানিয়েছেন, ইসরাইলি সেনাদের বড় একটি দল লেবাননের পর্যটন শহরটিতে অবতরণ করে এবং ওই ব্যক্তিকে আটক করে।  এরপর তাকে স্পিডবোটে করে নিয়ে যায়।

সিসিটিভি ক্যামেরার একটি ভিডিও ফুটেজে দেখা যায়, ইসরাইলি সেনারা রাস্তায় হাঁটছেন।  তাদের মধ্যে দুজন এক ব্যক্তিকে জোরপূর্বক ধরে নিয়ে যাচ্ছে।

লেবাননের গণপূর্ত ও পরিবহন মন্ত্রী  আলী হামিয়ে ভিডিওটি সঠিক বলে মন্তব্য করেছেন। স্থানীয় আল জাদেদ নিউজ কথা বলার সময়, তিনি দাবি করেছেন, আমহাজ বেসামরিক জাহাজের একজন ক্যাপ্টেন এবং একটি বেসামরিক নৌ ইনস্টিটিউটে অধ্যয়নরত ছিলেন। আলী হামিয়ে লেবানন সরকারে হিজবুল্লাহর প্রতিনিধি। 

সামাজিকমাধ্যম পোস্ট করা ছবিতে আমহাজকে নৌবাহিনীর ইউনিফর্মে দেখা গেছে। 

ইসরাইলের প্রতিরক্ষা বাহিনী পরে নিশ্চিত করেছে, নৌবাহিনীর শায়েতেত ১৩ কমান্ডো ইউনিট এই অভিযান পরিচালনা করেছে।

হিজবুল্লাহর নৌ অভিযান সম্পর্কে সামরিক গোয়েন্দা অধিদপ্তরের ৫০৪ ইউনিট- যেটি মানব বুদ্ধিমত্তার বিশেষজ্ঞ দ্বারা জিজ্ঞাসাবাদের জন্য তাকে ইসরাইলে নিয়ে যাওয়া হয়েছে।

ঘটনাপ্রবাহ: লেবানন ইসরাইল সংঘাত


আরও পড়ুন

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম