রাশিয়ার রকেটে চড়ে মহাকাশে যাবে ইরানের দুই স্যাটেলাইট
অনলাইন ডেস্ক
প্রকাশ: ০২ নভেম্বর ২০২৪, ০৯:১৭ পিএম
মহাকাশে ‘কাউসার’ ও ‘হুদহুদ’ নামে দুটি স্যাটেলাইট পাঠাচ্ছে ইরান। আগামী ৫ নভেম্বর ভোরে স্যাটেলাইট দুটি মহাকাশের উদ্দেশে উৎক্ষেপণ করা হবে। খবর মেহের নিউজের
বেসরকারিভাবে উৎপাদিত এই স্যাটেলাইট দুটি গত ১১ অক্টোবর রাশিয়ায় পাঠানো
হয়েছে। দেশটির সোয়ুজ রকেটে করে এটি উৎক্ষেপণ করা হবে।
প্রতিবেদনে বলা হয়, স্যাটেলাইট দুটি দেশেই তৈরি করা হয়েছে। ‘কাউসার’
২০১৯ সালে ইরানি কোম্পানি ওমিদফাজা দ্বারা উৎপাদিত হয়েছিল। ৩০ কেজি ওজনের এই স্যাটেলাইটির
আয়ুষ্কাল বলা হয়েছে তিন বছরের বেশি সময়। এটির কালার ইমেজিং রেঞ্জ ১৫ কিলোমিটার এবং
প্রতি সেকেন্ডে ৬ ফ্রেমের ইমেজিং রেট রয়েছে। স্যাটেলাইটটি কৃষি, ভূমি জরিপ এবং ক্যাডাস্টারে
ব্যবহারের জন্য পাঠানো হচ্ছে।
‘হুদহুদ’ স্যাটেলাইটটির ওজনের কথা বলা হয়েছে ৪ কেজি। এর কক্ষপথের উচ্চতা
৫০০ কিলোমিটার। এর কক্ষপথের আয়ুষ্কাল চার বছর এবং এটিও কৃষি, ভূমি জরিপ, পরিবহন এবং
পরিবেশে ব্যবহারের জন্য পাঠানো হচ্ছে।
তবে এর বড় একটি সুবিধা হচ্ছে এটি ইন্টারনেটের মাধ্যমে বৈশ্বিক কাভারেজসহ,
প্রত্যন্ত অঞ্চল, বন এবং পাহাড়ের খবরাখবর পাঠাতে সক্ষম হবে।