Logo
Logo
×

আন্তর্জাতিক

ট্রাম্পের কর্মকাণ্ডকে ‘অ-আমেরিকান’ বললেন শোয়ার্জনেগার

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০১ নভেম্বর ২০২৪, ০৪:১৩ পিএম

ট্রাম্পের কর্মকাণ্ডকে ‘অ-আমেরিকান’ বললেন শোয়ার্জনেগার

আসন্ন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্রেট প্রার্থী এবং বর্তমান ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসকেই  সমর্থন জানিয়েছেন হলিউডের জনপ্রিয় অভিনেতা ও ক্যালিফোর্নিয়ার সাবেক গভর্নর আর্নল্ড শোয়ার্জনেগার। 

এ বিষয়ে তিনি বলেন, তার কাছে দেশই সবার আগে, তারপর দল। 

সেই সঙ্গে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের কর্মকাণ্ডকে তিনি ‘অ-আমেরিকান’ হিসেবে বর্ণনা করেছেন।

গত বুধবার সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের এক্স হ্যান্ডেলে শোয়ার্জনেগার লিখেছেন, ‘আমি সবসময় একজন আমেরিকান হয়েই থাকব, তারপরে রিপাবলিকান। এ কারণেই এ সপ্তাহে আমি কমলা হ্যারিস এবং তার সহ-প্রার্থী টিম ওয়ালজকে ভোট দিচ্ছি।

ক্যালিফোর্নিয়ার গভর্নর হিসেবে ২০০৩ থেকে ২০১১ সাল পর্যন্ত দায়িত্ব পালন করেন শোয়ার্জেনেগার। আগে থেকেই তিনি ট্রাম্পের একজন সমালোচক হিসেবে পরিচিত ছিলেন। 

তার বক্তব্যে তিনি ২০২০ সালের নির্বাচনের ফলাফল মানতে ট্রাম্পের অস্বীকৃতির কঠোর সমালোচনা করেছেন। বিষয়টিকে তিনি ‘যতটা সম্ভব অ-আমেরিকান’ বলে অভিহিত করেছেন।

শোয়ার্জনেগার বলেন, আমি একজন বিশ্ব নাগরিক হিসেবে আমেরিকাকে এখনও আলোয় ঝলমলে একটি শহর হিসেবে দেখি। আমেরিকাকে ‘বিশ্বের ময়লা’ হিসেবে অভিহিত করাটা আমার জন্য অত্যন্ত অপ্রত্যাশিত এবং অসহনীয়।

তিনি ট্রাম্পের সম্ভাব্য দ্বিতীয় মেয়াদ সম্পর্কে বলেন, তিনি বিভক্ত করবেন, অপমান করবেন এবং আরও বেশি অ-আমেরিকান আচরণ করবেন এবং এর ফলে আমরা কেবল আরও ক্রোধের শিকার হব।

শোয়ার্জনেগার তার সিদ্ধান্ত নিয়ে বলেন, এ কারণেই আমি আমার ভোট সবার সঙ্গে ভাগ করে নিচ্ছি। আমি চাই দেশটি এগিয়ে যাক। সূত্র: আনাদোলু এজেন্সি

ঘটনাপ্রবাহ: মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন ২০২৪


আরও পড়ুন

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম