Logo
Logo
×

আন্তর্জাতিক

ইরাক থেকে ইসরাইলে হামলার প্রস্তুতি নিচ্ছে ইরান

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০১ নভেম্বর ২০২৪, ০১:৪৬ পিএম

ইরাক থেকে ইসরাইলে হামলার প্রস্তুতি নিচ্ছে ইরান

ছবি: সংগৃহীত

ইসরাইলি হামলার জবাবে পাল্টা হামলার ঘোষণা আগেই দিয়েছে ইরান। এবার জানা গেছে, সেই হামলার প্রস্তুতিও নিচ্ছে দেশটি। আর সেই হামলা ইরান নিজেদের মাটি থেকে না চালিয়ে বরং ইরাকের ভূখণ্ড থেকে পরিচালনা করার কথা ভাবছে; এমন তথ্য দিচ্ছে ইসরাইলি গোয়েন্দারা।

দুটি অজ্ঞাত ইসরাইল সূত্রের বরাত দিয়ে বৃহস্পতিবার অ্যাক্সিওস জানিয়েছে, ইরানের সেই আক্রমণ আগামী ৫ নভেম্বর মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের আগেই হতে পারে। আর সেই আক্রমণে ইরাকি ভূখণ্ড থেকে আসতে পারে।

অ্যাক্সিওসের প্রতিবেদনে আরও বলা হয়েছে, বিপুল সংখ্যক ড্রোন এবং ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করে ইরাক থেকে হামলা চালানো হবে বলে আশা করা হচ্ছে।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, ইরাকে ইরানপন্থি মিলিশিয়াদের মাধ্যমে হামলা চালানো ইরানের কৌশলগত লক্ষ্য। কেননা, এতে করে আরেকটি ইসরাইলি হামলা এড়াতে পারবে তেহরান। আর সেই প্রচেষ্টার অংশ হিসেবেই এবারের হামলায় নিজেদের ভূখণ্ড ব্যবহার নাও করতে পারে ইরান।

ঘটনাপ্রবাহ: ইরান ইসরাইল সংঘাত


আরও পড়ুন

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম