পুলিশকে গুলি করে হত্যা: তালেবানের বিষয়ে যা বলছে পাকিস্তান
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ০১ নভেম্বর ২০২৪, ১২:৩৫ পিএম
সশস্ত্র গােষ্ঠী তেহরিক-ই-তালেবান পাকিস্তানের (পাকিস্তান) সঙ্গে সংলাপের বিষয়ে কোনো প্রস্তাব বা পরামর্শ দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করেছে পাকিস্তান সরকার।
বৃহস্পতিবার (৩১ অক্টোবর) এক প্রতিবেদনে এ খবর দিয়েছে দ্য এক্সেপ্রেস ট্রিবিউন।
গত শুক্রবার আফগানিস্তান সীমান্তের কাছে পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়া প্রদেশের একটি তল্লাশিচৌকিতে ১০ জন পুলিশকে গুলি করে হত্যা করা পাকিস্তান তালেবান।
বৃহস্পতিবার ইসলামাবাদে সাপ্তাহিক সংবাদ ব্রিফিংয়ের সময়, পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মমতাজ জাহরা বালোচ জানিয়েছেন, বেসামরিক মানুষ এবং নিরাপত্তা কর্মীদের মৃত্যুর জন্য দায়ী সন্ত্রাসী গোষ্ঠীগুলোর সঙ্গে আলোচনায় বসতে পাকিস্তান সরকারের কোন আগ্রহ নেই।
তিনি বলেন, এই ধরনের সুপারিশ সেইসব লোকদের প্রতি অবমাননাকর যারা টিটিপির কার্যকলাপের কারণে তাদের প্রিয়জন হারিয়েছে।
তেহরিক-ই-তালেবান পাকিস্তান বা টিটিপি যা সাধারণত পাকিস্তানি তালেবান নামে পরিচিত। একটি সশস্ত্র ইসলামি জিহাদি গোষ্ঠী যারা আফগান-পাকিস্তান সীমান্তে সক্রিয় রয়েছে। এটি ২০০৭ সালে বাইতুল্লাহ মেহসুদ কর্তৃক সংগঠিত হয়। বর্তমান এর নেতা হলেন নূর ওয়ালী মেহসুদ। যিনি প্রকাশ্যে আফগান তালেবানের প্রতি আনুগত্যের প্রতিশ্রুতি দিয়েছেন।
বালোচ আরো বলেছেন, আফগান কর্তৃপক্ষের সন্ত্রাসী গোষ্ঠীগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত। বিশেষ করে টিটিপি, যারা আফগানিস্তান থেকে কর্মকাণ্ড পরিচালনা করে। পাকিস্তান এই বিষয়ে আফগান কর্তৃপক্ষকে সুনির্দিষ্ট প্রমাণ দিয়েছে।
পাকিস্তানি মুখপাত্র ভারতের বহির্ভূত এবং বিচারবহির্ভূত কার্যকলাপ সম্পর্কে উদ্বেগও উত্থাপন করেছেন। তিনি আন্তর্জাতিক সম্প্রদায়কে পাকিস্তানের অভ্যন্তরে এবং বিশ্বব্যাপী এই ধরনের কর্মকাণ্ড থেকে বিরত থাকার জন্য ভারতকে চাপপ্রয়োগের আহ্বান জানিয়েছেন।
পাকিস্তানে চলমান বিভিন্ন উন্নয়ন প্রকল্পে চীনা নাগরিকরা কাজ করেন। তাদের ওপর সাম্প্রতিক সময়ে সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। পাকিস্তান চীনা নাগরিকদের নিরাপত্তার বিষয়ে সজাগ বলে জানিয়েছে ইসলামাবাদের পররাষ্ট্র মন্ত্রণালয়।
একটি প্রশ্নের উত্তরে বালোচ নিশ্চিত করেছেন যে চীনা নাগরিকরা পাকিস্তানের গুরুত্বপূর্ণ অতিথি। তারা দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখছে। চীনা নাগরিক, প্রকল্প এবং প্রতিষ্ঠানের জন্য পূর্ণ নিরাপত্তা নিশ্চিত করার জন্য সরকারের প্রতিশ্রুতির উপর জোর দেন তিনি।