Logo
Logo
×

আন্তর্জাতিক

স্পেনে বন্যায় নিহতের সংখ্যা বেড়ে ৯৫

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ৩১ অক্টোবর ২০২৪, ১০:২৬ এএম

স্পেনে বন্যায় নিহতের সংখ্যা বেড়ে ৯৫

স্পেনে ভয়াবহ বন্যায় এখন পর্যন্ত নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯৫ জনে। নিখোঁজ রয়েছে আরও কয়েক ডজন মানুষ। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছে দেশটির সরকার।

বৃহস্পতিবার (৩১ অক্টোবর) সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

স্পেন কর্তৃপক্ষ জানিয়েছেন, ভারী বর্ষণ এবং শিলাবৃষ্টির কারণে দক্ষিণ-পূর্ব স্পেনে আকস্মিক বন্যার সৃষ্টি হয়েছে। এতে এখন পর্যন্ত অন্তত ৯৫ জন নিহত হয়েছেন। নিখোঁজ বাসিন্দাদের উদ্ধারে তৎপরতা চলছে।

প্রতিবেদনে বলা হয়, বন্যার পানির তীব্র স্রোত সেতু এবং ভবন ভাসিয়ে নিয়ে যায়। মানুষকে নিজেদের রক্ষা করার জন্য ছাদে আশ্রয় নেয়। অনেকে গাছ আঁকড়ে ধরে রাখে।

প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ চরম পরিস্থিতির কারণে দেশটিতে তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছেন।

ভ্যালেন্সিয়া অঞ্চলের প্রেসিডেন্ট কার্লোস ম্যাজন বলেছেন, এই পর্যায়ে চূড়ান্ত মৃতের সংখ্যার সঠিকভাবে বলা সম্ভব না। কারণ এখনো অনেকেই নিখোঁজ রয়েছে। তাদের উদ্ধারে কার্যক্রম চলছে। উদ্ধার কর্মীরা নিখোঁজদের সন্ধানে ড্রোন ব্যবহার করছেন।

এদিকে, বন্যার কারণে ভ্যালেন্সিয়ায় বেশ কয়েকটি ফ্লাইট বাতিল করা হয়েছে। এক শহরের সাথে অন্য শহরের যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে। এ অঞ্চলে সব ধরনের ট্রেন পরিষেবা বন্ধ রাখা হয়েছে এবং সব স্কুল বন্ধ ঘোষণা করা হয়েছে।

উল্লেখ্য, মঙ্গলবার (২৯ অক্টোবর) মুষলধারে বৃষ্টির ফলে দক্ষিণ-পূর্ব স্পেনে আকস্মিক বন্যা শুরু হয়।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম