Logo
Logo
×

আন্তর্জাতিক

ইরানের প্রতিরক্ষা মন্ত্রী

ইরান ট্রু প্রমিজের মতো বহু অভিযান চালাতে সক্ষম

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ৩০ অক্টোবর ২০২৪, ০৬:২৩ পিএম

ইরান ট্রু প্রমিজের মতো বহু অভিযান চালাতে সক্ষম

ইরানের প্রতিরক্ষা মন্ত্রী ব্রিগেডিয়ার জেনারেল আজিজ নাসিরজাদে জানিয়েছেন, ইরান অপারেশন ট্রু প্রমিজের মতো বহু সংখ্যক প্রতিশোধমূলক অভিযান পরিচালনা করতে সক্ষম। 

অপারেশন ট্রু প্রমিজ ছিল এমন একটি অভিযান, যা গত এপ্রিলে এবং ১ অক্টোবর ইসরাইলের বিভিন্ন অঞ্চলের সামরিক স্থাপনায় পরিচালিত হয়।

বুধবার ইরানের জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্র কমিটির মুখপাত্র ইব্রাহিম রেজায়ি জানিয়েছেন, প্রতিরক্ষা মন্ত্রী নাসিরজাদে উল্লেখ করেছেন, ইরানের প্রতিরক্ষা সক্ষমতা অনেক উঁচুতে রয়েছে। 

উল্লেখ্য যে, এপ্রিলের অভিযানে ৩০০টিরও বেশি মিসাইল ও ড্রোন ইসরাইল অধিকৃত অঞ্চলে নিক্ষেপ করা হয়েছিল। 

এছাড়া অক্টোবরের শুরুতে অপারেশন ট্রু প্রমিজ-টু এর অংশ হিসেবে ইরান ২০০ মিসাইল নিক্ষেপ করে ইসরাইলি সামরিক ও গোয়েন্দা ঘাঁটিতে। 

দ্বিতীয় এই অভিযানটি ইসরাইলি কর্মকাণ্ডের প্রতিশোধ হিসেবে পরিচালিত হয়। যার মধ্যে হামাস নেতা ইসমাঈল হানিয়া, হিজবুল্লাহ নেতা হাসান নাসরুল্লাহ এবং আইআরজিসি কমান্ডার আব্বাস নিলফোরুশানের হত্যাকাণ্ডের প্রতিশোধ অন্তর্ভুক্ত ছিল।

মুখপাত্র ইব্রাহিম রেজায়ি আরও জানান, প্রতিরক্ষা মন্ত্রী নাসিরজাদের মতে, অপারেশন ট্রু প্রমিজ-টু-এর মিসাইলগুলোর ৯০ শতাংশ ইসরাইলি লক্ষ্যবস্তুতে আঘাত করতে সক্ষম হয়।

এই হামলার জবাবে গত সপ্তাহে ইরানি প্রদেশগুলোতে পালটা হামলা চালায় ইসরাইল। এ হামলার কথা উল্লেখ করে নাসিরজাদে বলেন, ইরানের প্রতিরক্ষা ব্যবস্থায় এসব হামলা কোনো উল্লেখযোগ্য ক্ষতি করতে পারেনি। সূত্র: মেহের নিউজ

ঘটনাপ্রবাহ: ইরান ইসরাইল সংঘাত


আরও পড়ুন

Jamuna Electronics
wholesaleclub

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম