Logo
Logo
×

আন্তর্জাতিক

রাশিয়া সফরে উত্তর কোরিয়ার পররাষ্ট্রমন্ত্রী

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ২৯ অক্টোবর ২০২৪, ১০:৩৫ পিএম

রাশিয়া সফরে উত্তর কোরিয়ার পররাষ্ট্রমন্ত্রী

সেনা পাঠানোর বিতর্কের মধ্যেই রাশিয়া সফরে গেলেন উত্তর কোরিয়ার পররাষ্ট্রমন্ত্রী ছে সান-হি। এই উদ্দেশে সোমবার পিয়ংইয়ং ছেড়েছেন তিনি। 

মঙ্গলবার দেশটির রাষ্ট্রায়ত্ত সংবাদমাধ্যম কেসিএনএ এ তথ্য জানিয়েছে। ইউক্রেন যুদ্ধকে কেন্দ্র করে মস্কো ও পিয়ংইয়ং পারস্পরিক সহায়তা জোরদার করছে, পশ্চিমা দেশগুলোর এমন উদ্বেগের মধ্যেই রাশিয়া সফরে গেলেন ছে সান-হি। 

কেসিএনএ বলেছে, ছে সানের নেতৃত্বে একটি প্রতিনিধি দল সোমবার রাশিয়ার উদ্দেশে রওয়ানা দিয়েছে। তবে সংবাদমাধ্যমটি এর বেশি কিছু জানায়নি। 

ছে সান এমন সময় রাশিয়া সফরে গেলেন, যখন দক্ষিণ কোরিয়া, যুক্তরাষ্ট্র, ইউক্রেন ও ন্যাটো যৌথভাবে নিশ্চিত করেছে যে রাশিয়ায় সেনা পাঠিয়েছে উত্তর কোরিয়া। 

তারা বলেছে, ইউক্রেন সীমান্তের কাছে রাশিয়ার কুরস্ক অঞ্চলে সেনা মোতায়েন করেছে পিয়ংইয়ং।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম