Logo
Logo
×

আন্তর্জাতিক

এখনও ‘ভয়াবহ পরিণতি’ এড়ানো সম্ভব: ল্যাভরভ

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২৯ অক্টোবর ২০২৪, ০৪:০৯ এএম

এখনও ‘ভয়াবহ পরিণতি’ এড়ানো সম্ভব: ল্যাভরভ

 ‍সম্প্রতি ইরানে ইসরাইলের হামলার পরও মধ্যপ্রাচ্যে বর্তমান পরিস্থিতিতে ‘ভয়াবহ পরিণতি’ এড়ানো সম্ভব বলে বিশ্বাস করেন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ। 

সোমবার কুয়েতের পররাষ্ট্রমন্ত্রী আবদুল্লাহ আলী আল-ইয়াহিয়ার সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।

ল্যাভরভ বলেন, এই মুহূর্তে ‘ভয়াবহ পরিণতি’ এড়ানো সম্ভব হয়েছে, অন্ততপক্ষে, কারণ এখনও এর সম্ভাবনা রয়েছে।

রাশিয়া আশা করে যে, জাতিসংঘের নিরাপত্তা পরিষদ মধ্যপ্রাচ্যের (পশ্চিম এশিয়া) উত্তেজনা কমাতে সহায়তা করবে। এমনটা উল্লেখ করে ল্যাভরভ বলেন, ‘আমি খুব আশাবাদী যে, সাম্প্রতিক আলোচনাগুলো পরিস্থিতি আরও খারাপের দিকে যাওয়া থেকে রোধ করবে। আমরা উত্তেজনা কমাতে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছি’।

গত শনিবার ইরান দাবি করে যে, তাদের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ইসরাইলি আগ্রাসন মোকাবিলা করতে সক্ষম হয়েছে। 

একই সঙ্গে ইরান এও জানিয়েছে যে, তাদের আকাশসীমা লঙ্ঘনের জন্য ইসরাইলকে অবশ্যই কঠোরভাবে শাস্তি দেওয়া হবে।সূত্র: মেহের নিউজ এজেন্সি

ঘটনাপ্রবাহ: ইরান ইসরাইল সংঘাত


আরও পড়ুন

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম