Logo
Logo
×

আন্তর্জাতিক

খামেনির হিব্রু ভাষার এক্স অ্যাকাউন্ট বাতিল

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২৮ অক্টোবর ২০২৪, ১১:৫৮ এএম

খামেনির হিব্রু ভাষার এক্স অ্যাকাউন্ট বাতিল

ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির হিব্রু ভাষায় পরিচালিত এক্স অ্যাকাউন্ট বাতিল করা হয়েছে।  মাত্র একদিন আগে এটি খোলা হয়েছিল। 

সোমবার (২৮ অক্টোবর) এক প্রতিবেদনে এ খবর দিয়েছে টাইমস অব ইসরাইল। 

প্রতিবেদনে বলা হয়েছে, হিব্রু ভাষায় অ্যাকাউন্ট খোলার প্রথম পোস্টের কয়েক ঘন্টা পরেই এটি বাতিল হয়ে যায়। ওই পোস্টে খামেনি লিখেন, ‘জায়নবাদী শাসক একটি ভুল করেছে। এটি ইরানের বিষয়ে তার গণনায় ভুল করেছে।  ইরানি জাতির শক্তি, সামর্থ্য, উদ্যোগ এবং কী ধরনের শক্তি আছে তা আমরা বুঝতে পারব।’


এক্সের নীতি অনুযায়ী, ‘হিংসাত্মক এবং ঘৃণা’ ছড়ায় এমন কিছু নিষিদ্ধ করে, তবে এটি ‘রাষ্ট্রীয় বা সরকারী সংস্থাগুলোর’ জন্য প্রযোজ্য নয়। সে হিসেবে ইরানের সর্বোচ্চ নেতা খামেনির একাউন্ট বাতিল হওয়ার কথা নয়। কিন্তু এক্স কর্তৃপক্ষ সেটাই করল।

এর আগে চলতি বছরের মার্চে আয়াতুল্লাহ আলী খামেনির ফেসবুক ও ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট বাতিল করে মেটা। এ ঘটনাকে ‘অবৈধ ও অনৈতিক’ বলে তীব্র নিন্দা জানিয়েছিল ইরান।

উল্লেখ্য, ইরানে আয়াতুল্লাহ আলী খামেনি বিগত ৩৫ বছর ধরে ক্ষমতার শীর্ষে অবস্থান করছেন। হিব্রু ভাষায় তার একাউন্ট চালুর দ্রুতই অনুসারী বাড়তে থাকে। এ ছাড়া ইসরাইলি নাগরিকদের কাছে নিজের বক্তব্য প্রচারে প্ল্যাটফর্ম হিসেবে এটি ব্যবহার হওয়ার সম্ভাবনা ছিল। 

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম