Logo
Logo
×

আন্তর্জাতিক

মেয়র নির্বাচনে প্রার্থী মিলছে না যে শহরে

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২৬ অক্টোবর ২০২৪, ১০:৩৭ পিএম

মেয়র নির্বাচনে প্রার্থী মিলছে না যে শহরে

আমাদের দেশে নির্বাচনে কেউ কেউ শখ করেও প্রতিদ্বন্দ্বিতা করেন। অথচ কানাডার সাসকাচুয়ান শহরের পৌরসভা নির্বাচনে মেয়র পদে পাওয়া যাচ্ছে না কাউকে।

আসন্ন নভেম্বরের এ নির্বাচনে দু-দফা সময় বাড়িয়েও প্রার্থী পাওয়া যায়নি।

বর্তমান মেয়র জর্জ উইলিয়ামস ২০২১ সালের নভেম্বরে নির্বাচিত হন। তিনি এ বছর অবসরে যাবেন।

এর মধ্যে টাউন কাউন্সিলে উন্মুক্ত স্পটে প্রার্থী চাওয়া হলেও এখনো পাওয়া যায়নি।

১৩ নভেম্বর নির্বাচন হওয়ার কথা। এর আগে প্রার্থী না পাওয়া গেলে কাউন্সিলের নিয়মিত দায়িত্ব পালনের জন্য একজন ডেপুটি মেয়র নির্বাচন করা হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। সূত্র: জিও নিউজ

Jamuna Electronics
wholesaleclub

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম