Logo
Logo
×

আন্তর্জাতিক

ইরানের পর সিরিয়াতেও বিমান হামলা চালাল ইসরাইল

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৬ অক্টোবর ২০২৪, ১১:৪৬ এএম

ইরানের পর সিরিয়াতেও বিমান হামলা চালাল ইসরাইল

ইরানের সামরিক লক্ষ্যবস্তুতে সিরিজ ক্ষেপণাস্ত্র হামলার পর এবার সিরিয়াতেও বিমান হামলা চালিয়েছে ইসরাইল। 

শনিবার (২৬ অক্টোবর) ভোরেই সিরিয়ার মধ্য ও দক্ষিণাঞ্চলের কিছু সামরিক স্থাপনায় হামলা চালিয়েছে দেশটি। খবর সিরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা সানার বরাতে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের।

সানার প্রতিবেদনে বলা হয়, ‘ইসরাইল-অধিকৃত গোলান হাইটস ও লেবানিজ অঞ্চলের দিক থেকে’ ইসরাইলের ছোড়া ক্ষেপণাস্ত্রগুলোকে গুলি করে প্রতিহত করেছে সিরিয়ার বিমান প্রতিরক্ষা বাহিনী।

এর আগে, শনিবার ভোরে সিরিয়ার রাজধানী দামেস্কের আশেপাশে বিস্ফোরণের খবর দিয়েছিল সানা।

কয়েক বছর ধরেই সিরিয়ায় ইরান-সম্পর্কিত লক্ষ্যবস্তুগুলোতে হামলা চালিয়ে আসছে ইসরাইল। তবে ৭ অক্টোবর ইসরাইলি ভূখণ্ডে সশস্ত্র গোষ্ঠী হামাসের হামলার পর থেকে এই ধরনের অভিযান জোরদার করেছে দেশটি।

চলতি মাসের শুরুতে ইসরাইলে ইরানি হামলার জবাবে, শনিবার প্রতিশোধমূলকভাবে পাল্টা হামলা চালিয়েছে ইসরাইলি সামরিক বাহিনী। ইরানি সংবাদমাধ্যমগুলোও একাধিক বিস্ফোরণের খবর নিশ্চিত করেছে।

১ অক্টোবরের ইসরাইলে প্রায় ২০০টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছিল তেহরান। হামলায় পশ্চিম তীরে একজন নিহত হন।

গত বছর ৭ অক্টোবর ইসরাইলি ভূখণ্ডে ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাসের হামলার পর থেকে বছর পুরোনো গাজা যুদ্ধ, লেবাননের রাজধানী বৈরুতে ইরান ও মার্কিন সম্মিলতি বিমান হামলা ও স্থল অভিযান এবং গত মাস থেকে হিজবুল্লাহর ওপর ইসরাইলের তীব্র আক্রমণ একটি আঞ্চলিক যুদ্ধের সূত্রপাত করতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

ঘটনাপ্রবাহ: ইরান ইসরাইল সংঘাত


আরও পড়ুন

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম