
প্রিন্ট: ১৮ এপ্রিল ২০২৫, ০১:১৬ এএম
দক্ষিণ আফ্রিকায় মুসলিম বিবাহের স্বীকৃতি

শরীফ উদ্দিন, দক্ষিণ আফ্রিকা থেকে
প্রকাশ: ২৬ অক্টোবর ২০২৪, ০৫:৪৩ এএম
আরও পড়ুন
মুসলিম বিবাহকে সরকারিভাবে স্বীকৃতি দেওয়ার জন্য দীর্ঘদিন ধরে দক্ষিণ আফ্রিকার মুসলমানেরা সরকারের কাছে দাবি জানায়। সরকার মুসলমানদের প্রতি সম্মান জানিয়ে এই দাবি পূরণ করেছে।
দক্ষিণ আফ্রিকা সরকার মুসলিম বিবাহ পদ্ধতি (নিকাহনামাকে) সরকারি ভাবে স্বীকৃতি দিয়েছে। খুব দ্রুত এটি গেজেট আকারে প্রকাশ করা হবে বলে জানিয়েছেন মন্ত্রণালয়য়।
শুক্রবার সরকারের হোম এফেয়ার্স মন্ত্রী ড. লিওন শ্রেইবার মুসলমানদের বিবাহকে সরকারিভাবে স্বীকৃতি দিয়েছে।
মন্ত্রী এক অডিও বার্তা দিয়ে জানান, শুক্রবার অফিসিয়ালি ৩৩ জন মুসলিম দম্পতির নিকাহ রেজিস্ট্রেশন করা হয়েছে। দক্ষিণ আফ্রিকার ইতিহাসে এই প্রথম মুসলিম নিকাহ হোম এফেয়ার্স কর্তৃক রেজিস্ট্রার হওয়ায় তিনি নিজেও গর্ববোধ করেছেন।
মন্ত্রী ড. লিওন বলেছেন, মুসলমানরা ৩৫০ বছরেরও বেশি সময় ধরে দক্ষিণ আফ্রিকার ইতিহাসে অসাধারণ অবদান রেখেছে। যদিও এটি আরও আগে হওয়া উচিত ছিল; তার থেকে কয়েকশ বছর পরে এসেছে। মুসলিম বিবাহকে স্বীকৃতি দিয়ে বিবাহের প্রশংসাপত্র প্রদানের বিষয়ে মন্ত্রী হিসাবে সভাপতিত্ব করা আমার জন্য ব্যক্তিগত সম্মানের।
মন্ত্রী আরও জানিয়েছেন, দক্ষিণ আফ্রিকার মুসলমানদের জন্য সরকারের পক্ষ থেকে এটি একটি মাইলফলক সিদ্ধান্ত।