পুতিনকে গ্রেফতারে সহায়তা করেনি মঙ্গোলিয়া
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ২৫ অক্টোবর ২০২৪, ০২:৪৬ পিএম
ছবি: সংগৃহীত
ইউক্রেনে আক্রমণ করে শিশুদের হত্যা, অবৈধ নির্বাসনসহ মানবাধিকার লঙ্ঘনের দায়ে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ওপর গ্রেফতারি পরোয়ানা জারি করেছে আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি)। যেখানে পুতিনকে গ্রেফতারে সহায়তা না করায় সদস্য রাষ্ট্র মঙ্গোলিয়াকে অভিযুক্ত করে বৃহস্পতিবার এক বিবৃতি দিয়েছে আইসিসি।
আইসিসির গ্রেফতারি পোরায়ানা জারি করার পর গত সেপ্টেম্বরে মঙ্গোলিয়ার উলানবাটারে যান পুতিন। তবে তাকে গ্রেফতারে কোনো সহায়তা করেনি আইসিসির এই সদস্য দেশটি। যা নিয়েই এবার মঙ্গোলিয়ার নিন্দা জানিয়েছে আইসিসি।
আইসিসি এক বিবৃতিতে বলেছে, ‘আন্তর্জাতিক ফৌজদারি আদালত দেখেছে যে, মিঃ পুতিনকে তার ভূখণ্ডে থাকা অবস্থায় গ্রেফতার করতে এবং তাকে আদালতে আত্মসমর্পণ করতে ব্যর্থ হয়েছে মঙ্গোলিয়া। আদালতের সহযোগিতার অনুরোধ মেনে নিতে ব্যর্থ হয়েছে মঙ্গোলিয়া।’
অথচ, রোম সংবিধি অনুযায়ী, সমস্ত সদস্য রাষ্ট্র দ্বারা স্বাক্ষরিত আদালতের প্রতিষ্ঠাতা চুক্তি অনুযায়ী, দেশগুলিতে অভিযুক্ত সন্দেহভাজনকে গ্রেফতার করতে বাধ্য থাকার কথা বলা হয়েছে। যা না মানায় এখন মঙ্গোলিয়ার বিপক্ষে কঠোর হতে যাচ্ছে আইসিসি।
বিবৃতিতে আরও বলা হয়েছে, ‘রাষ্ট্রপক্ষ এবং যারা আদালতের এখতিয়ার স্বীকার করে। তাদের কর্তব্য সরকারী অবস্থান বা জাতীয়তা নির্বিশেষে আইসিসি ওয়ারেন্ট সাপেক্ষে ব্যক্তিদের গ্রেফতার এবং আত্মসমর্পণ করতে বাধ্য করা। আদালতের সাথে সহযোগিতা করতে মঙ্গোলিয়ার ব্যর্থতার গুরুতরতার পরিপ্রেক্ষিতে, চেম্বার বিষয়টিকে রাষ্ট্রপক্ষের অ্যাসেম্বলিতে পাঠাতে প্রয়োজনীয় বলে মনে করেছে।’